Joy Banerjee Remembrance

‘শুধু আমার দু’চোখ ভরে দেখব তোমারে’, জয়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে গিয়ে কী উপলব্ধি হল অনন্যার?

জয় বন্দ্যোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানাতে যান অনন্যা। তবে সেখানে গিয়ে বার বার চিন্তা হচ্ছিল জয়ের মায়ের জন্য। পাশাপাশি, কোন ক্ষতের কথা বললেন অভিনেতার প্রাক্তন স্ত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৭
Share:

জয়কে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে কী বললেন অনন্যা? ছবি: সংগৃহীত।

গত ২৫ অগস্ট প্রয়াত হন অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। অভিনেতার মৃত্যুসংবাদ পেয়েই গিয়েছিলেন প্রথম স্ত্রী অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়। দেখতে দেখতে ১১ দিন কেটে গিয়েছে। বৃহস্পতিবার ছিল অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠান। এ দিনও জয়কে শেষ শ্রদ্ধা জানাতে যান অনন্যা। তবে সেখানে গিয়ে বার বার চিন্তা হচ্ছিল জয়ের মায়ের জন্য। অনন্যা বলেন, ‘‘মায়ের ৮৭ বছর বয়স। সে দিন জয়কে ওই চন্দন-পরা অবস্থায় দেখতে চাননি তিনি। ছেলেকে ও ভাবে দেখার কষ্টটা নিতে পারতেন না। আজ শ্রাদ্ধানুষ্ঠানে ছিলেন। অনেকটা বয়স হল তো।’’

Advertisement

অভিনেতার মৃত্যুর খবর পেয়ে অনন্যা বলেছিলেন, ‘‘জয় আমার জীবনের প্রথম পুরুষ, প্রথম প্রেম, ভুলে যাই কী করে?’’ সে দিন অনন্যার চোখে-মুখে ছিল শোকের ছায়া। এ দিন অভিনেতার শ্রাদ্ধানুষ্ঠান সেরে ফেরার পর আনন্দবাজার ডট কমকে অনন্যা বলেন, ‘‘আজ খালি মনে হচ্ছিল, ও পারে থাকব আমি, তুমি রইবে এ পারে, শুধু আমার দু-চোখ ভরে দেখব তোমারে।’’ বলতে গলা ধরে এল তাঁর। খানিক সামলে নিয়ে বলেন, ‘‘আসলে জীবন তো থেমে থাকে না, শুধু ক্ষত ও কষ্ট থেকে যায়। চট করে প্রলেপ দেওয়া যায় কি!’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement