Aparajita Auddy Anniversary

কোন মন্ত্রে অটুট ২৮ বছরের দাম্পত্য? বিশ্বাস-অবিশ্বাসের দ্বন্দ্ব কী ভাবে এড়িয়েছেন অপরাজিতা-অতনু?

স্বামী, শ্বশুরবাড়ির প্রত্যেককে নিয়ে গুছিয়ে সংসার অপরাজিতা আঢ্যের। ২৮ বছর আগে ঠিক এই স্বপ্নই দেখেছিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২৫ ১৭:৩৩
Share:

অপরাজিতা-অতনুর সম্পর্কের ম্যাজিক! ছবি: সংগৃহীত।

‘ফস করে বেরিয়ে গেল ২৮টা বছর’! এক পলকে ২৮ বছরের স্মৃতি ভিড় করে এল অপরাজিতা আঢ্যের মনে। স্বামী অতনু হাজরার সঙ্গে প্রেমের বিয়ে। তার পর স্বামী, শ্বশুরবাড়ির প্রত্যেককে নিয়ে গুছিয়ে সংসার। ঠিক যেমন স্বপ্ন দেখেছিলেন অভিনেত্রী। তাঁদের কাছে রোজই বিবাহবার্ষিকী, রোজই উৎসব! এখন তো খুব অল্প সময়েই ভেঙে যায় সম্পর্ক। অনেকে আবার সম্পর্কে ভরসা করাই ভুলে যাচ্ছে। সেখানে ২৮ বছর এক নিমেষে কী করে পার করলেন তাঁরা?

Advertisement

অপরাজিতা বললেন, “খুব ছোট বয়সে বিয়ে হয়ে এসেছি তো, তাই ওদের বাড়ির মোড়কেই আমি নিজেকে গড়ে নিয়েছি। তাই আলাদা করে যে খুব বেশি মানিয়ে নিতে হয়েছে আমায় সেটা একেবারেই নয়। আমার যখন বিয়ে হয়, তখন দিদিশাশুড়ির মা-ও বেঁচে ছিলেন। বড় পরিবার। যদি সম্ভব হত তা হলে তো আমি ১০০ জনকে নিয়ে একসঙ্গে থাকতাম।” সম্পর্কে অবিশ্বাসের জায়গাই কখনও গড়ে ওঠেনি তাঁদের মধ্যে। এ প্রসঙ্গে অভিনেত্রীর স্বামী অতনুর সংযোজন, “এতগুলো বছর পেরিয়ে গেল। এ সব কিছু মাথাতেই আসেনি। বিশ্বাস বা অবিশ্বাস—খুবই আপেক্ষিক বিষয়। সুতরাং এগুলো কী হয় সেটাই আমরা জানতাম না। আর এখন তো আমরা খোলা খাতা।” সপ্তাহে চার দিন তাঁদের বাড়িতে নিরামিষ। তাই বিবাহবার্ষিকীতেও পাতে পড়েছে নিরামিষ খাবারই।

কিছু দিন আগেই তাঁরা গিয়েছিলেন পুরী বেড়াতে। সেখানে রুপোর একটা পায়ের নূপুর পছন্দ হয়েছিল অপরাজিতার। বিবাহবার্ষিকী উপলক্ষে সেটাই উপহার দিয়েছেন স্বামী। এই মুহূর্তে ‘প্রজাপতি ২’ ছবির শুটিংয়ে ব্যস্ত অভিনেত্রী। সেপ্টেম্বর থেকে শুরু করবেন নতুন ছবির কাজ। আর বেশ কিছু ছবির কথা চলছে। তবে এই মুহূর্তে ছোট পর্দার কোনও কাজ শুরু করছেন না তিনি। ভাল চরিত্রের সুযোগ এলে নিশ্চয়ই করবেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement