Bipasha Basu

‘প্রাপ্তবয়স্ক ছবিতে খোলামেলা দৃশ্যে অভিনয় করছি বলে পাগল ভেবেছিল’ আক্ষেপ করছেন বিপাশা?

২০০৩ সালে ‘জিসম্‌’ ছবিতে বিপাশা আলোড়ন ফেলেছিলেন। দীর্ঘাঙ্গী কৃষ্ণা সুন্দরী তাঁর সৌন্দর্যে ও লাস্যে কুপোকাত করেছিলেন অনুরাগীদের।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ মে ২০২৫ ১৭:৫৫
Share:

সাহসী ছবিতে অভিনয় করে আজ আক্ষেপ হয়? ছবি: সংগৃহীত।

ওজন বৃদ্ধি হওয়ায় কটাক্ষের শিকার হচ্ছেন বিপাশা বসু। তাঁকে এই চেহারায় মেনে নিতে পারছেন না অনুরাগীরা। কিন্তু ২০০৩ সালে ‘জিসম্‌’ ছবিতে বিপাশা আলোড়ন ফেলেছিলেন। দীর্ঘাঙ্গী কৃষ্ণা সুন্দরী তাঁর সৌন্দর্যে ও লাস্যে কুপোকাত করেছিলেন অনুরাগীদের। সেই সময়ে এমন সাহসী চরিত্রে খুব কম অভিনেত্রীই কাজ করেছিলেন। প্রথম দিকে এই ছবিতে কাজ করার অনুমতি ছিল না বিপাশার কাছেও। অভিনেত্রীর আপ্তসহায়ক ভেবেছিলেন, কেরিয়ারের মধ্যগগনে এসে এমন চরিত্রে অভিনয় করে নিজের বড় ক্ষতি করতে চলেছেন বিপাশা।

Advertisement

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিপাশা বলেছেন, “আমি তখন কেরিয়ারের মধ্যগগনে। সকলে বলেছিল প্রাপ্তবয়স্ক ছবিতে এখন অভিনয় করা ঠিক হবে না। অনেকে বলেছিলেন,‘তথাকথিত হিন্দি ছবির অভিনেত্রীদের মতো হও তুমি। দর্শকের মনে জায়গা করে নিয়েছ তুমি ইতিমধ্যেই।’ সকলে আমাকে ‘জিসম্‌’ ছবিতে অভিনয় করতে নিষেধ করেছিলেন।”

কিন্তু বিপাশা কারও কথা শোনেননি। ছবির গল্প ভাল লেগে গিয়েছিল তাঁর। অভিনেত্রী বলেছেন, “আমার আপ্তসহায়ক ভেবেছিলেন, আমি হয়তো পাগল হয়ে গিয়েছি।” ছবিতে জন আব্রাহামের সঙ্গে বিপাশার উষ্ণ রসায়ন ছিল সেই সময়ের চর্চিত বিষয়। অভিনেত্রী মনে করেন, এই ছবিতে কাজ করার সিদ্ধান্ত একেবারেই ঠিক ছিল। প্রাপ্তবয়স্ক ছবি হলেও তাঁর অভিনয় প্রশংসিত হয়েছিল। তাই ‘জিসম্‌’-এ অভিনয় করার পরে আর পিছন ফিরে তাকাতে হয়নি অভিনেত্রীকে। বিপাশার কথায়, “এই ছবির পরে নানা রকমের ছুঁৎমার্গ বদলে গিয়েছিল। মহিলারা নেতিবাচক চরিত্রে অভিনয় করতে পারবেন না— এই ধরনের ধারণা বদলে যায়। তাই এই ছবি অবশ্যই সেই সময়ে বহু বদল এনেছিল। খুব গুরুত্বপূর্ণ ছবি এটি।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement