Jeetu-Ditipriya Controversy

মজার ছলে ‘প্রেগন্যান্ট’ বলা যায়? প্রশ্ন দিতিপ্রিয়ার, ষড়যন্ত্রের গন্ধ পেলেন জীতু, শেষে কি বন্ধ হবে ধারাবাহিক?

আরও জলঘোলা। দিতিপ্রিয়া রায় এবং জীতু কমলের সম্পর্ক নিয়ে বিতর্ক তুঙ্গে। ফাঁস তাঁদের ব্যক্তিগত কথোপকথন। এ প্রসঙ্গে কী বললেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২৫ ১৭:১২
Share:

তা হলে কি এ বার বন্ধের পথে ধারাবাহিক? ছবি: সংগৃহীত।

প্রকাশ্যে জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়ের ব্যক্তিগত কথোপকথন। সোমবার রাতে সমাজমাধ্যমের পাতায় নাম না করে সহ-অভিনেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন অভিনেত্রী। তার পরেই পাল্টা পোস্ট নায়কের। যেখানে অভিনেত্রীর সঙ্গে হোয়্যাট্‌সঅ্যাপের সব কথাই নিজের ফেসবুকের পাতায় প্রকাশ করেন তিনি। এই ঘটনায়

Advertisement

দিতিপ্রিয়া বললেন, “আমি শেষ পর্যন্ত সম্মান দেওয়ার চেষ্টা করছিলাম। চেষ্টা করেছিলাম ব্যক্তিগত স্তরেই যাতে থাকে ব্যাপারটা। কিন্তু আমাদের কথোপকথন এ ভাবে প্রকাশ্যে আসার পর তো আর কিছু বাকি থাকে না। তবে উনি যে স্ক্রিনশটটা ভাগ করেছেন তাতে স্পষ্ট যে আমি কোনও মিথ্যাচার করিনি। মজার ছলে কেউ কাউকে ‘প্রেগন্যান্ট’ কিনা প্রশ্ন করতে পারে! আর তো আমার কোনও বাধা রইল না। আমিও সবটাই প্রকাশ্যে বলতে পারি।”

সোমবার রাতে অভিনেত্রীর পোস্টের পর থেকেই বিভিন্ন মাধ্যমে জীতু বলেছেন, “বাচ্চাদের মতো কাজ করেছে। ওর কম বয়স। তবে এই কাজ একা করেনি। ওকে ইন্ধন জোগানো হয়েছে। কিন্তু দিতিপ্রিয়া যে সাজানো ফাঁদে পা দেবে তা বুঝতে পারিনি।” শোনা যাচ্ছে, এরই মধ্যে চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থার সঙ্গে মিটিংও হয়েছে। এই সমস্যা চলতে থাকলে অভিনেত্রী ধারাবাহিক ছাড়তেও নাকি রাজি। তিনি নিজের ‘ এনওসি’ তৈরি করে রেখেছেন। সূত্র বলছে, প্রযোজনা সংস্থার তরফে ইতিমধ্যেই সিদ্ধান্ত জানানো হয়েছে। আগামী সাত দিনের মধ্যে ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকটি বন্ধ করে দেওয়া হবে। জীতুর পোস্টের পর কী পদক্ষেপ করবেন অভিনেত্রী? তা অবশ্য এখনও জানা যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement