জীতু-দিতিপ্রিয়ার কথোপকথন প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।
সম্প্রতি সহ-অভিনেতা জীতু কমলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন দিতিপ্রিয়া রায়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে তাঁদের সমীকরণ নিয়ে ফিসফাস ছিলই। সোমবার রাতেই সমাজমাধ্যমের পাতায় বিস্ফোরণ ঘটান দিতিপ্রিয়া। অভিনেত্রী জানান, রাত-বিরেতে সহ-অভিনেতা নানা ধরনের মেসেজে বিব্রত করেন তাঁকে। প্রথমে সবই নিছক মজা মনে হয়েছিল। কিন্তু পরে তা অস্বস্তিতে ফেলে। অভিনেত্রী লেখেন, “আমি এত দিন চুপ ছিলাম। কারণ এ সব নিয়ে গন্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি। আর চুপ থাকতে পারলাম না। কিছু মানুষ মুখ বুজে সহ্য করে গেলে, কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায়। আমি কখনও অন্যায়ের সঙ্গে আপস করিনি, আর করবও না। প্রতিদিনের এই কাটাছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে।”
জীতু অভিনেত্রীর সঙ্গে এমন কিছু কথা বলেছেন যা, তাঁর কাছে আপত্তিকর বলে মনে হয়েছে, দাবি দিতিপ্রিয়ার। এ বার অভিনেত্রীর সঙ্গে ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনলেন জীতু। পাশপাশি দিতিপ্রিয়াকে মার্জনা করার আবেদনও করেন।
দিতিপ্রিয়া অভিযোগ করেছিলেন, জীতু কথা প্রসঙ্গে জিজ্ঞাসা করেছেন, অভিনেত্রী অন্তঃসত্ত্বা কি না! সেই প্রশ্ন সম্বলিত চ্যাটের প্রতিলিপি সমাজমাধ্যমে তুলে ধরেছেন জীতু। আপাত ভাবে সহ-অভিনেত্রীকে নিরপরাধ বলে দেখানোর চেষ্টা করলেও জীতু আঙুল তুলেছেন তাঁর দিকেই।
অভিনেতার দাবি, “ভিকটিম কার্ড খেলাটা আমাদের সমাজে প্রথম নয়। অনেক উদাহরণ আছে। কিন্তু এই মেয়েটির কোনও দোষ নেই, এই মেয়েটি নিরপরাধ। এই মেয়েটিকে পিছন থেকে প্ররোচনা দেওয়া হচ্ছে। যাঁরা দিচ্ছেন তাঁরা কিন্তু বিপদের সময় পাশে দাঁড়াবেন না।”
তবে শুধু এটুকুই নয়, যে অভিযোগ, পাল্টা-অভিযোগের ক্ষেত্র চলছে তার বিরুদ্ধেও সুর চ়ড়িয়েছেন জীতু। তিনি লেখেন, ‘‘নিজেও হয়তো জানে না, যা করেছে সেটা কতটা গভীর। রাখাল যে দিন সত্যি মানুষখেকো বাঘের মুখে পড়বে সে দিন কেউ সেটা বিশ্বাস করবে না। তবুও ছোট তো, একটু স্নেহ ভালোবাসা দিয়ে মার্জনা করবেন।’’
জীতু টেনে এনেছেন দিতিপ্রিয়ার ব্যক্তিগত জীবনও। তাঁর ‘রিয়েল লাইফ’ প্রেমিকের কথাও সমাজমাধ্যমে তুলেছেন অভিনেতা। তিনি লেখেন, “একটু অপরিণত, আর নিজের প্রেমিকের জন্য জীবনটুকু পর্যন্ত দিতে পারে। আর প্রেমিক মহাশয়কে বলছি, এঁকে যত্ন করে রাখবেন। প্লিজ হাতছাড়া করবেন না, আপনি রত্ন পেয়েছেন।”