ক্যানসার কাড়ল প্রাণ, মাত্র ২৯ বছরেই চলে গেলেন এই মডেল-অভিনেত্রী

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা শাহিল আনন্দ। তিনি লিখেছেন, “ভাইয়া তোমায় খুব মিস করবে দিদি। ভাল থেকো।”

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জুলাই ২০২০ ১৩:১৪
Share:

দিব্যা।

বয়স হয়েছিল মাত্র ২৯। কিন্তু ক্যানসার কেড়ে নিল প্রাণ। মারা গেলেন জনপ্রিয় মডেল-অভিনেত্রী দিব্যা চৌকসে। প্রায় দেড় বছর ক্যানসারের সঙ্গে যুদ্ধ করার পর রবিবার মারা যান দিব্যা। দিব্যার দিদি সৌম্যা ফেসবুকে সে কথা শেয়ার করে লেখেন, “দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমার বোন দিব্যা এই বয়সেই আমাদের ছেড়ে চলে গিয়েছে।”

Advertisement

দিব্যা যেন বুঝতেই পেরেছিলেন তাঁর হাতে বেশি সময় নেই। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ইনস্টাগ্রামে স্টোরিতে অনুরাগীদের উদ্দেশে তিনি লেখেন, “সবাইকে বলছি আমি মৃত্যুশয্যায়। কিন্তু আমি মানসিক ভাবে শক্ত রয়েছি। যে জীবনে কোনও দুঃখ নেই, ক্রমশ সেই জীবনের দিকে এগচ্ছি। আজ আর কোনও প্রশ্ন নয়। ভগবান জানেন আমার জীবনে আপনারা কতখানি জায়গা নিয়ে আছেন।”

তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা শাহিল আনন্দ। তিনি লিখেছেন, “ভাইয়া তোমায় খুব মিস করবে দিদি। ভাল থেকো।”

Advertisement

আরও পড়ুন- এ বার করোনা পজিটিভ ঐশ্বর্যা-আরাধ্যাও

এমটিভি’র সিরিজ দিয়ে দিব্যা তাঁর কেরিয়ার শুরু করেন। ২০১২ সালে তিনি মিস ইন্ডিয়া ইউকে-তেও রানার্স আপ হন। ২০১৬ সালে ‘হ্যায় দিল তো আপনা আওয়ারা’ ছবির মধ্যে দিয়ে বলিউডে পা রাখেন তিনি। অনেক বিজ্ঞাপনেও কাজ করেছেন দিব্যা। ভাল গানও গাইতেন। ২০১৮-তে ‘পাটিয়ালা দি কুইন’ বলে একটি গানও বেরিয়েছিল তাঁর। ইচ্ছে ছিল মেয়েদের নিয়ে হানি সিংহ-এর গানে যে সব ‘অপমানজনক’ শব্দ ব্যবহার করা হয় তার পাল্টা একটি গান বানাবেন। কিন্তু তা আর হল না। ২৯-এই থামল দিব্যার জীবন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement