Jasemine Bhasin

মদ্যপ পরিচালক ভিতর থেকে হোটেলের ঘর আটকে দেন! কাস্টিং কাউচের অভিজ্ঞতা জানালেন জসমিন

সেই হোটেলটি ছিল মুম্বইয়ের জুহুতে। অভিনয় সংক্রান্ত একটি কাজ নিয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি। গিয়ে দেখেন হোটেলের লবিতে সারি দিয়ে বসে রয়েছেন মেয়েরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ২০:৪৩
Share:

কাস্টিং কাউচ নিয়ে বললেন জসমিন। ছবি: সংগৃহীত।

কর্মক্ষেত্রে মহিলারা কি সুরক্ষিত? এই আলোচনা প্রায়ই উঠে আসে। বিশেষত বিনোদন জগতে মহিলাদের এমন নানা পরিস্থিতির মধ্যে পড়তে হয় যা তাঁদের অস্বস্তিতে ফেলে অনায়াসেই। কখনও যৌন হেনস্থা, কখনও কাস্টিং কাউচ, এমন নানা অভিজ্ঞতা ভাগ করে নেন অভিনেত্রীরা। এ বার ছোট পর্দার অভিনেত্রী জসমিন ভসিন এই বিষয়ে মুখ খুললেন। ভয়াবহ কাস্টিং কাউচের অভিজ্ঞতা জানালেন তিনি।

Advertisement

একটি হোটেলে গিয়ে কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়েছিল জসমিনের। সম্প্রতি সাক্ষাৎকারে তিনি জানান, সেই হোটেলটি ছিল মুম্বইয়ের জুহুতে। অভিনয় সংক্রান্ত একটি কাজ নিয়ে কথা বলতে গিয়েছিলেন তিনি। গিয়ে দেখেন, হোটেলের লবিতে সারি দিয়ে বসে রয়েছেন মেয়েরা। তিনিও গিয়ে অপেক্ষা করতে থাকেন।

ক্রমানুসারে ডাক আসে জসমিনের। হোটেলের একটি ঘরে যান তিনি। গিয়ে দেখেন, পরিচালক মদ্যপান করছেন। ঘরে জসমিনকে ঢুকিয়ে দিয়ে এই অডিশনের কোঅর্ডিনেটর সেখান থেকে বেরিয়ে যান। পরিচালক তার পরে জসমিনকে একটি দৃশ্য অভিনয় করে দেখাতে বলেন। মদ্যপ পরিচালককে দেখে অভিনেত্রী ঘাবড়ে গিয়ে অনুরোধ করেছিলেন, যদি পরের দিন প্রস্তুতি নিয়ে এসে দৃশ্যটিতে অভিনয় করে দেখানো যায়। কিন্তু রাজি হননি পরিচালক। একাধিক বার অনুরোধের পরেও পরিচালক বলেন, “আজই অভিনয় করে দেখাতে হবে।”

Advertisement

জসমিন জানান, তিনি অভিনয় করে দেখান। কিন্তু সেটা পছন্দ হয়নি পরিচালকের। আরও খোলামেলা ভাবে অভিনয় করতে বলেন তিনি। এর মধ্যেই হঠাৎ সেই ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দেন পরিচালক। তার পর জসমিনকে পর পর হুমকি দিতে থাকেন। অবশেষে সেখান থেকে কোনও মতে বেরিয়ে আসতে সক্ষম হন জসমিন। তিনি বলেছেন, “কিছুতেই অভিনয় পছন্দ হচ্ছিল না পরিচালকের। দৃশ্যটি ছিল, প্রেমিক ছেড়ে চলে যাচ্ছে। আমাকে আটকাতে হবে। কিন্তু হোটেলের ঘর বন্ধ করে পরিচালক আমাকে অন্য কিছুই করানোর চেষ্টা করছিলেন। তবে আমিও কায়দা করে সেখান থেকে পালিয়ে যাই। সেই দিন থেকে সিদ্ধান্ত নিই, আর কোনও দিন কোনও হোটেলের ঘরে অডিশন দিতে যাব না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement