Sunjay Kapur death

সঞ্জয়ের ৩০ কোটির সম্পত্তি পাবে কে! বিতর্কের মাঝে হঠাৎ দাদার জন্য কী লিখলেন বোন মন্দিরা?

সম্পত্তির কারণে বার বার চর্চায় উঠে আসছে করিশ্মা কপূরের প্রাক্তন স্বামীর মৃত্যু। কিছু দিন আগেই সঞ্জয়ের মা রানি কপূর দাবি করেন, তাঁর পুত্রের মৃত্যু স্বাভাবিক নয়। বিষয়টি নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ অগস্ট ২০২৫ ১৯:৪৩
Share:

করিশ্মার প্রাক্তন স্বামী সঞ্জয়ের বোন মন্দিরার রহস্যময় পোস্ট। ছবি: সংগৃহীত।

গত ১২ জুন গলায় মৌমাছি আটকে যাওয়ায় মৃত্যু হয়েছে সঞ্জয় কপূরের। তার পর থেকে তাঁর মৃত্যু নিয়ে একের পর এক খবর উঠে আসছে সমাজমাধ্যমে। বিশেষত সম্পত্তির কারণে বার বার চর্চায় উঠে আসছে করিশ্মা কপূরের প্রাক্তন স্বামীর মৃত্যু। কিছু দিন আগেই সঞ্জয়ের মা রানি কপূর দাবি করেন, তাঁর পুত্রের মৃত্যু স্বাভাবিক নয়। বিষয়টি নিয়ে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। ৩০ কোটি টাকার সম্পত্তি নিয়ে চাপানউতোরের মধ্যে এ বার সঞ্জয়ের বোন মন্দিরা কপূরের রহস্যময় পোস্ট ঘিরে তৈরি হল জল্পনা।

Advertisement

দাদা সঞ্জয় ও মা রানির সঙ্গে তোলা একটি পুরনো ছবি মন্দিরা ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। সেই সঙ্গে লিখেছেন, “তোমার সঙ্গে কাটানো মুহূর্তগুলোই মনে করতে থাকি। তুমি যা চাইতে, বাবা যা যা স্বপ্ন দেখত, সেগুলোকে এখন রক্ষা করার চেষ্টা করি আমি। যদিও একটা সময়ে এই বিষয়টা উল্টো ছিল।”

রাখিতে নিজের দাদার কথা কতটা মনে পড়েছে তা বার বার উঠে এসেছে মন্দিরার পোস্টে। রাখি উপলক্ষে ভাইয়ের ছবির কোণে রাখি বেঁধেছেন বলে জানান তিনি। তিনি লিখেছেন, “দাদা, তুমি যদি আজ থাকতে, সব কিছু অন্য রকম হতে পারত। সব কিছু আরও ভাল হত।”

Advertisement

এই পোস্ট ভাইরাল হতেই প্রশ্ন উঠছে, কী কী বিষয় ভাল হতে পারত বলে মনে করছেন? হঠা‌ৎ কেনই বা তিনি এমন বলছেন? মন্দিরা লিখেছেন, “তোমার স্মৃতি রক্ষা করা আমার দায়িত্বের মধ্যে পড়ে। আমরা সাহসী। আমরা জানি, তুনি আমাদের রক্ষা করতে থাকবে।”

সঞ্জয়ের মা আগেই জানিয়েছিলেন, তিনি যখন শোকাতুর, সেই অবস্থায় কিছু মানুষ তাঁদের উত্তরাধিকার দখলের চেষ্টা করছে। ব্রিটেনের পুলিশকে লেখা এক চিঠিতে রানি দাবি করেন, নতুন করে এমন কিছু তথ্যপ্রমাণ তাঁর হাতে এসেছে, যা থেকে মনে হচ্ছে এটা সুপরিকল্পিত ষড়যন্ত্র। ব্রিটেন, ভারত ও সম্ভবত আমেরিকারও বহু মানুষ এতে জড়িত রয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement