Kajol

‘রাতে ঘুমোতে পারছিলাম না’, কোথায় গিয়ে ভূতের কবলে পড়েছিলেন কাজল?

আসন্ন ভৌতিক ছবি ‘মা’-এর প্রচার নিয়ে ব্যস্ত কাজল। সেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে কাজল বলেন, রামোজি ফিল্ম সিটি নাকি বিশ্বের অন্যতম ভৌতিক এলাকা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ১৯:৪০
Share:

ভূতের অভিজ্ঞতা কাজলের? ছবি: সংগৃহীত।

ভূতের উপস্থিতি অনুভব করেছেন কাজল! তাও আবার হায়দরাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে? সম্প্রতি নিজেই এই দাবি করেছেন অভিনেত্রী। তার পর থেকেই কাজলের দিকে ধেয়ে এসেছে কটাক্ষ।

Advertisement

আসন্ন ভৌতিক ছবি ‘মা’-এর প্রচার নিয়ে ব্যস্ত কাজল। সেই ছবি নিয়ে কথা বলতে গিয়ে কাজল বলেন, রামোজি ফিল্ম সিটি নাকি বিশ্বের অন্যতম ভৌতিক এলাকা। এই মন্তব্যে চটেছেন হায়দরাবাদের মানুষ। কাজল বলেছেন, “অনেক সময়ে, কোথাও গেলেই বোঝা যায়, কিছু একটা সমস্যা রয়েছে এই জায়গায়। এমন কিছু জায়গায় শুটিং করেছিলাম যে রাতে ঘুম পর্যন্ত আসেনি। মনে হয়েছিল যেন এখনই এখান থেকে বেরিয়ে যাই।”

এখানেই শেষ নয়। কাজল আরও বলেন, “রামোজি ফিল্ম সিটিকে সবচেয়ে ভৌতিক এলাকা বলে মনে করা হয়। তবে আমার ভাগ্য ভাল, আমি নিজে ভৌতিক কিছু দেখিনি।” এই মন্তব্যের পরেই তাঁর মন্তব্যকে পুরোপুরি ভিত্তিহীন বলে দাবি করা হয়। অনেকেই ‘সস্তার প্রচার’ বলেও দাবি করেছেন কাজলের এই মন্তব্যকে। নেটাগরিকের বক্তব্য, “হাজার হাজার মানুষ এখানে কাজ করেন। কিন্তু কেউ কোনও দিন অস্বাভাবিক কিছু অনুভব করেননি।”

Advertisement

এক নিন্দক খোঁচা দিয়ে লিখেছেন, “ছবির প্রচার ছাড়া এ আর কিছু নয়। প্রতি বছর এত মানুষ এখানে আসেন। কারও এমন কোনও অভিজ্ঞতা হয়নি। ছবিটা মুক্তির পরে কাজল নিজেই জানাবেন, তিনি অলৌকিক বিষয়ে বিশ্বাসী নন।”

তবে কাজলের পক্ষও নিয়েছেন কয়েক জন। তাঁরা মনে করে বলেছেন, কয়েক বছর আগে একই কথা বলেছিলেন তাপসী পন্নু।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement