Kajol

‘কালো জাদু’তে বিশ্বাস করেন! অলৌকিক অভিজ্ঞতা নিয়ে কাজল বলেন, ‘চারপাশে কিছু একটা হয়’

কালো জাদুতে বিশ্বাস করেন কাজল। নিজের ভৌতিক অভিজ্ঞতাও জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ জুন ২০২৫ ১৭:২২
Share:

কালো জাদুতে বিশ্বাসী কাজল! ছবি: সংগৃহীত।

‘কালো জাদু’তে বিশ্বাস করেন কাজল। সম্প্রতি অলৌকিকতা নিয়ে এক আলোচনা সভায় নিজেই জানিয়েছেন অভিনেত্রী।

Advertisement

বর্তমানে নিজের ভৌতিক ছবি ‘মা’ নিয়ে ব্যস্ত কাজল। সেই ছবি নিয়ে কথা বলতে গিয়েই কালো জাদু নিয়ে মুখ খোলেন অভিনেত্রী। তিনি বলেন, “আপনি যদি আলোয় বিশ্বাস করেন, তা হলে আপনাকে অন্ধকারেও বিশ্বাস করতে হবে। এমন কিছু সময় আসে, যখন আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন, আপনার চারপাশে কিছু একটা হচ্ছে। কিছু একটা ঠিক নেই চার পাশে।”

নিজের ভৌতিক অভিজ্ঞতাও জানিয়েছেন কাজল। তিনি বলেন, “পুরনো একটি হাভেলিতে গভীর রাতে শুটিং করছিলাম আমরা। কলকাতা থেকে বেশ কয়েক ঘণ্টার দূরত্ব সেই হাভেলির। হঠাৎ দেখি একটি জানলায় একটি মাথার খুলি পড়ে রয়েছে। আমরা কিন্তু সেই খুলি ওখানে রাখিনি। হঠাৎ এটা আমি দেখতে পাই। তার কিছুক্ষণ পরে একটি বাচ্চা মেয়ে হঠাৎ এসে বলে ‘আন্টি, আমার কমলালেবুর রস খুব ভাল লাগে’। সেই মেয়েটি আবার পেত্নীর বেশে ছিল।”

Advertisement

ভারতীয় পুরাণেও বিশেষ আগ্রহ রয়েছে অভিনেত্রীর। ভবিষ্যতে পুরাণ সংক্রান্ত কোনও ছবিতে অভিনয় করতে চান তিনি। বিশেষ করে কৃষ্ণ ও রাবণের চরিত্র তাঁর খুবই পছন্দ। কখনও সুযোগ পেলে এই দুই চরিত্রে অভিনয় করবেন কাজল।

শৈশবে ভৌতিক ছবি পছন্দ করতেন না কাজল। অভিনেত্রীর বোনের আবার ভূতের ছবির নেশা ছিল। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেছেন, “আমার ভৌতিক ছবি খুব একটা পছন্দ ছিল না। আমার বোন খুব দেখতে চাইত। আমি ওকে বলতাম, ভয় পেতে হলে ভূতের ছবি দেখার কোনও দরকার নেই। ভয় পেতে হলে, আমাকে বল। আমি বিনামূল্যে ভয় দেখিয়ে দেব। কিন্তু সেই প্রস্তাবে আমার বোন কখনও রাজিই হয়নি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement