Chirosakha Serial

কমলিকার চরিত্র নিয়ে প্রশ্ন অনুরাগীদের, ‘৪৭ বছর বয়সে চেহারার গড়ন বদলাবেই’, পর্দার ‘পার্বতী’ উগরে দিলেন সব বিরক্তি

অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়কে এই মুহূর্তে দর্শক চেনেন ‘পার্বতী’ নামে। এই চরিত্রে অভিনয়ের পর থেকে একের পর এক নেতিবাচক প্রশ্নের সম্মুখীন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অক্টোবর ২০২৫ ১৪:২৯
Share:

সমালোচনায় বিদ্ধ অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

কমলিনী ও স্বতন্ত্রের মাঝে পার্বতী। ‘চিরসখা’ ধারাবাহিকে তৃতীয় চরিত্রের আগমনের পরেই সমাজমাধ্যম ভরে গিয়েছে একের পর এক কুমন্তব্যে। ‘পার্বতী’ চরিত্রে দর্শক দেখছে অভিনেত্রী কমলিকা বন্দ্যোপাধ্যায়কে। ধারাবাহিকের গল্পের বাইরে অভিনেত্রীকে ব্যক্তিগত আক্রমণ পর্যন্ত করা হচ্ছে। কেউ প্রশ্ন তুলেছেন তাঁর চেহারা নিয়ে, কেউ প্রশ্ন তুলছেন চরিত্র নিয়ে। এই পরিস্থিতিতে কী বলছেন কমলিকা?

Advertisement

মহালয়ার দিন থেকে ‘চিরসখা’র শুটিং শুরু করেন অভিনেত্রী। এর আগে বহু ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। কমলিকা জানালেন ২৬ বছরের অভিনয়জীবনে মোট ৯৭টি ছবিতে অভিনয় করেছেন। কখনও তাঁকে এমন অসহিষ্ণুতা সহ্য করতে হয়নি। কমলিকার প্রশ্ন, “হাতে মুঠোফোন পেয়ে যা খুশি তা-ই করা সম্ভব। আর সবচেয়ে খারাপ লাগছে একটাই কথা ভেবে, যাঁরা খারাপ মন্তব্য করছেন তাঁদের ৯০ শতাংশ মহিলা।”

সমাজমাধ্যমে অভিনেত্রীর ‘পার্বতী’ লুকের ছবি ভাগ করে নিয়ে কেউ প্রশ্ন তুলেছেন “আপনার চরিত্র কেমন জানা আছে!” এই ভাবে সীমা লঙ্ঘন করে ব্যক্তিগত আক্রমণের পর্যায়ে বিষয়টা পৌঁছে যাবে তা ভাবেননি কমলিকা। তিনি যোগ করেন, “প্রথম দু’দিন খুব বিরক্ত লেগেছিল। কিন্তু তার পর সব ঝেড়ে ফেলে শুটিং ফ্লোরে যাই। খুবই আহত হয়েছি এই সব মন্তব্যে। তবে এখন করুণা হয় যাঁরা কুমন্তব্য করেন তাঁদের জন্য।”

Advertisement

এত বছরের অভিনয়জীবনে বিভিন্ন ধারার ছবিতে অভিনয় করেছেন তিনি। কমলিকা যোগ করেন, “৪৭ বছর বয়সে চেহারার গড়নের পরিবর্তন তো আসবেই। তা নিয়ে কী করে প্রশ্ন তোলা যায়?” উল্লেখ্য, ‘চিরসখা’র গল্পের মোড় ঘুরেছে। প্রচার-ঝলকে দেখানো হয়েছে কমলিনীকে সিঁদুর পরিয়ে দিচ্ছে স্বতন্ত্র। অন্য দিকে স্বতন্ত্রকে চিঠি লিখে চলে যাচ্ছে পার্বতী। আগামী পর্বে তিন চরিত্রের মোড় কোন দিকে ঘুরবে তা দেখতে আগ্রহী দর্শক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement