Kanchana Moitra

পাওনা টাকা আদায় করতে পথে নামলেন কাঞ্চনা! সবই কি প্রচারের কৌশল?

অভিনেত্রী কাঞ্চনা মৈত্রকে হাসিখুশি মেজাজে দেখতেই অভ্যস্ত দর্শক। তাঁকে কোনও দিন এই রূপে দেখা যাবে এমনটা কেউ ভাবেননি। মাত্র কয়েক মিনিটেই ছড়িয়ে পড়েছে অভিনেত্রীর ভিডিয়ো।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২৫ ১৮:৪৮
Share:

স্টেশনচত্বরে কাঞ্চনার কীর্তি! ছবি: সংগৃহীত।

শিয়ালদহ স্টেশনের বাইরে গলা ফাটিয়ে চিৎকার করছেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। তাঁকে ঘিরে দাঁড়িয়ে অনেক মানুষ। অনেকে আবার পকেট থেকে বার করেছে মুঠোফোন। যা ঘটছে তা ভিডিয়োবন্দি করতে ব্যস্ত। অনেকেই ভাবছেন, স্টুডিয়োপাড়ার অভিনেত্রী হঠাৎ স্টেশনের মাঝে কেন চিৎকার করছেন? ভিড়ে দাঁড়ানো মানুষের চোখেমুখে প্রশ্ন। অভিনেত্রীর চিৎকার শুনে বোঝা যাচ্ছে, তিনি কোনও পাওনা টাকা আদায়ের জন্যে চেঁচাচ্ছেন। কাঞ্চনা কি তবে সুদের ব্যবসা শুরু করলেন?

Advertisement

ঘটনা হল, শিয়ালদহ স্টেশনে কাঞ্চনা ‘স্বপ্না বসাক’ রূপে এসেছিলেন। নেপথ্যের কারণ কী? স্পষ্ট করলেন না অভিনেত্রী। আনন্দবাজার ডট কম-কে কাঞ্চনার উত্তর, “সব কিছু যেমন পর্দার জন্য নয়, তেমনই আবার সব কথা প্রকাশ্যে বলার জন্যেও নয়।” যদিও বচসায় কাঞ্চনার কথাবার্তা শুনে কিছুক্ষণের মধ্যে দর্শকের একাংশ ধরেই নেন, কোনও ছবির জন্যই এ সব করছিলেন অভিনেত্রী। ইদানীং প্রচারের জন্য অভিনেতারা অনেক কিছুই করেন।

কয়েক বছর আগে অভিনেতা তথা প্রযোজক দেব তাঁর ছবির প্রচারের জন্য একটি ভিডিয়ো তৈরি করেছিলেন। যে ভিডিয়োয় দেখা গিয়েছিল, একটি ছেলেকে এলোপাথাড়ি মারছেন অভিনেতা। আর পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে তাঁর দলের সদস্যেরা। নায়ককে সামলাতে এসে গিয়েছেন ছবির নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়ও। সেই ভিডিয়োর প্রথম ঝলকে অনেকেই ভেবে নিয়েছিলেন, ক্যামেরার সামনে বুঝি মেজাজ হারিয়েছেন দেব। পরে জানা যায় সবই চিত্রনাট্য। শুধুমাত্র ছবির প্রচারের জন্যই এমন পরিকল্পনা করেছিলেন নায়ক। কাঞ্চনার এই ভিডিয়োও যে তেমনই কিছু তা অনেকেই আন্দাজ করেছেন। তবে বাকিটা ক্রমশ প্রকাশ্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement