মা কোয়েলের কোলে বসে কবীরকে ভাইফোঁটা দিল কাব্য। ছবি: সংগৃহীত।
দাদার আদুরে বোন। ভাইফোঁটার সকালে কোয়েল মল্লিকের দুই ছেলেমেয়ের এমনই এক মিষ্টি ছবি ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। দাদা কবীর যে বোনকে নিয়ে সারা ক্ষণ মেতে থাকে, সে কথা আগেই জানিয়েছিলেন নায়িকা। প্রথম বার কাব্য তার দাদাকে ফোঁটা দেবে, সেই পরিকল্পনাও শোনা গিয়েছিল। বৃহস্পতিবার প্রকাশ্যে দুই খুদের মিষ্টি মুহূর্তের ছবি।
ভাই-বোনেদের সঙ্গে কোয়েল মল্লিক। ছবি: ফেসবুক।
মল্লিকবাড়িতে ধুমধাম করে ভাইফোঁটার অনুষ্ঠানের আয়োজন হয়েছিল এ দিন। তিন প্রজন্মের একসঙ্গে বিশেষ দিন উদ্যাপনের মুহূর্ত ভাগ করে নিলেন নায়িকা। একটি ছবিতে যেমন দেখা যাচ্ছে অভিনেতা রঞ্জিত মল্লিক ফোঁটা নিচ্ছেন তাঁর বোনের থেকে। অন্য দিকে কোয়েলও তাঁর ভাই-দাদাদের ফোঁটা দিয়েছেন। আর এই বছরের মূল আকর্ষণ ছিল কাব্য। কারণ এটাই তার প্রথম বছরের ভাইফোঁটা।
এ দিন মেয়েকে গোলাপি লহেঙ্গায় সাজিয়ে ছিলেন কোয়েল। আর কবীরের পরনে ছিল হলুদ পাঞ্জাবি। বোনের থেকে ফোঁটা নিয়ে একরত্তি যে বেজায় খুশি, ছবি বলে দিয়েছে সে কথাই। এমনিতেই বোনকে প্রথমে পুতুলই ভাবত সে। এখনও বোনের সঙ্গে যে মাঝেমাঝেই খুনসুটি চলে, তা দুর্গাপুজোর বিভিন্ন ছবিতে বোঝা গিয়েছে। এই পুজোয় প্রথম বার মেয়ে কাব্যর ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন কোয়েল। তাঁর দুই সন্তানকেই ভালবাসা উজাড় করে দিয়েছে অনুরাগীরা। দুই খুদের ভাইফোঁটার ছবি দেখেও খুশি দর্শক।