Madhubani Goswami

আলু-পটল বা মুদির দোকানের ব্যবসা করলে সমস্যা! এ দিকে বাবা-ঠাকুরদার বাড়ি বিক্রি করতে লজ্জা করে না: মধুবনী

এর আগেও মধুবনীর লেখা ঘিরে তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। শাঁখা-পলা, সিঁদুর নিয়ে অভিনেত্রীর মন্তব্য ভাল চোখে দেখেননি অনেকেই।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১১ অক্টোবর ২০২৫ ১৭:০৮
Share:

কেন রেগে গেলেন মধুবনী গোস্বামী? ছবি: সংগৃহীত।

কখনও শাঁখা-পলা বিতর্ক। কখনও পোশাক বিতর্ক। বিভিন্ন কারণে আলোচনায় উঠে আসে মধুবনী গোস্বামীর নাম। দুর্গাপুজোর আগে নতুন ব্যাগের ব্যবসা শুরু করেছেন মধুবনী এবং তাঁর স্বামী রাজা গোস্বামী। যুগলের দাবি, তাঁদের ব্যবসার সাফল্য ভাল চোখে দেখছে না অনেকেই। ভিডিয়োয় নেতিবাচক মন্তব্যের পাহাড়। আর থাকতে না পেরে বিরক্তি উগরে দিলেন অভিনেত্রী।

Advertisement

মধুবনীর মতে, আলু-পটল বা মুদির দোকানের ব্যবসা করলে সকলের লজ্জা করে, এ দিকে নিজের বাবা-ঠাকুরদার বাড়ি বিক্রি করতে লজ্জা করে না। অভিনেত্রী বলেন, “রাজা আর আমি আলোচনা করছিলাম, বাঙালিরা এই করেই গরিব থেকে গেল। কারও ভাল সহ্য করতে পারে না। আমাদের মতো ব্যাগ হয়তো দ্বিগুণ দামে কোনও অবাঙালির থেকে কিনবে। এ দিকে আমাদের ভিডিয়োয় এসে খারাপ মন্তব্য করে যাবে।”

এর আগেও মধুবনীর লেখা ঘিরে তৈরি হয়েছিল বিপুল বিতর্ক। শাঁখা-পলা, সিঁদুর নিয়ে অভিনেত্রীর মন্তব্য ভাল চোখে দেখেননি অনেকেই। তার সপক্ষে আবার যুক্তিও দিয়েছিলেন তিনি। মাঝে মধুবনীকে ‘চিরসখা’ ধারাবাহিকে আইনজীবীর চরিত্রে দেখা গিয়েছিল। এখন তিনি ছোটপর্দা থেকে দূরে। মাঝে নতুন সুযোগ এসেছিল। কিন্তু সালোঁর ব্যবসা, ভ্লগিং, ছেলের পড়াশোনার সঙ্গে নতুন ব্যাগের ব্যবসা সামলে অভিনেত্রীর পক্ষে ধারাবাহিকে সময় দেওয়া এখন কঠিন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement