দেবমাল্য চক্রবর্তী এবং মধুমিতা সরকার। ছবি: সংগৃহীত।
২০২৪ সালের ২৯ সেপ্টেম্বর। এই দিনেই নাকি নিজের মনের কথা অভিনেত্রী মধুমিতা সরকারকে জানিয়েছিলেন দেবমাল্য চক্রবর্তী। সম্পর্কের বর্ষপূর্তিতে এক বছর আগের স্মৃতিতে ডুব দিলেন নায়িকা। ২০২৪ সালে দুর্গাপুজো পড়েছিল একটু দেরিতে। অষ্টমীর দিন মনের মানুষকে প্রকাশ্যে আনেন অভিনেত্রী। বিশেষ দিনে নায়িকার উদ্দেশ্যে কী লিখলেন তাঁর প্রেমিক?
মাঝে মাঝেই নিজেদের মিষ্টি মুহূর্তগুলো অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন যুগলে। এ ক্ষেত্রেও তার অন্যথা হল না। দেবমাল্য বেশ কিছু ছবি নিজেদের ইনস্টাগ্রামে ভাগ করে নিয়েছেন, যেখানে দেখা যাচ্ছে বাহুলগ্না নায়িকাকে। দেবমাল্য লেখেন, “অকৃত্রিম উন্মাদনা, শান্তি আর অনেক ভালবাসা।” প্রেমিককে উত্তর দিতে ভোলেননি মধুমিতাও। তিনিও বর্ষপূর্তির শুভেচ্ছা জানিয়েছেন।
মে মাসে সম্পর্কের পাঁচ মাস উদ্যাপন করতে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তাঁরা। সম্পর্কের পাঁচ মাস নিয়ে সমাজমাধ্যমে নিজের উপলব্ধি ভাগ করে নিয়েছিলেন মধুমিতা। অভিনেত্রী লিখেছিলেন, ‘‘এই পাঁচ মাসে জীবন বদলেছে, তবে এক মুহূর্তের জন্য একঘেয়ে মনে হয়নি। ছোটখাটো অহেতুক কারণে আমরা হেসেছি। প্রতিদিন ঝগড়া লেগেই রয়েছে। চাইও না যে, সেটা থেমে যাক। কৃতজ্ঞ যে, সব স্মৃতি আমরা একসঙ্গে তৈরি করেছি। আরও কয়েকটি স্মৃতি তৈরির অপেক্ষায় আছি।’’ শোনা যাচ্ছে, এই ডিসেম্বরেই বিয়ের পিঁড়িতে বসবেন মধুমিতা এবং দেবমাল্য।