Madhumita Sarcar

শিরে সংক্রান্তি! সামনের শীতে বিয়ে, ছাঁদনাতলায় যাওয়ার আগে কেন ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত মধুমিতার?

অভিনেত্রী মধুমিতা সরকারকে আবার নতুন ভাবে ছোটপর্দায় দেখবেন দর্শক। সাত বছর পরে কেন আবার ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিলেন তিনি?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৩
Share:

মধুমিতা সরকার। ছবি: সংগৃহীত।

শুরু হয়েছে মধুমিতা সরকারের নতুন ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’। সাত বছর পরে ছোটপর্দায় প্রত্যাবর্তন নায়িকার। অনুরাগীরা যেমন খুশি, তেমনই উত্তেজিত নায়িকার পরিবারের সদস্যেরাও। সেই ঝলকই মিলল নতুন ভিডিয়োয়।

Advertisement

বৃহস্পতিবার সকালে এমনই এক ভিডিয়ো ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সেখানে দেখা যাচ্ছে, টিভিতে চলছে মধুমিতার নতুন ধারাবাহিকের ‘প্রোমো’। তার সামনে প্রাণ খুলে নাচ করছে এক খুদে। সম্পর্কে সে মধুমিতার হবু স্বামীর ভাগ্নি। টেলিভিশনে হবু মামিমাকে দেখে নিজের উচ্ছ্বাস যে সে আর ধরে রাখতে পারছে না, তা ভিডিয়োয় স্পষ্ট।

মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী। তিনি আদ্যোপান্ত চাকুরিজীবী৷ ইদানীং অবশ্য তাঁর বেশ কিছু ‘ফটোশুট’ দেখা গিয়েছে। শোনা যাচ্ছে, এই শীতেই চারহাত এক হবে। বিয়ের আগে কেন ধারাবাহিকে ফেরার সিদ্ধান্ত নিলেন মধুমিতা?

Advertisement

এই প্রসঙ্গে নায়িকার উত্তর, ‘‘সামনে আমার বিয়ে। তাই অনেকেই এই প্রশ্ন করছেন। কিন্তু এই সময় এই কাজটা করা ঠিক হবে বলে মনে হয়েছে। হ্যাঁ, দেবমাল্যকে কম সময় দিতে পারব। ভালই তো! বেশি বেশি মিস করব, টান বাড়বে৷’’

নতুন ধারাবাহিকে প্রথম নীল ভট্টাচার্যের সঙ্গে জুটিতে দেখা যাবে তাঁকে। আগে ঋষি কৌশিকের সঙ্গে তাঁর সমীকরণ ভাল লেগেছিল দর্শকের। এই নতুন জুটি নিয়েও আশাবাদী নায়িকার অনুরাগীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement