মহাকাল মন্দিরে গিয়ে কেন বিতর্কে নুসরত? ছবি: সংগৃহীত।
মহাকাল মন্দিরে গিয়ে কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী নুসরত ভরুচা। মঙ্গলবার পুত্র-একাদশী তিথি উপলক্ষে উজ্জৈনের মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন নুসরত। তার পর থেকেই তাঁর দিকে ধেয়ে আসছে তির্যক মন্তব্য।
মন্দিরে ভস্ম আরতিতেও যোগ দিয়েছিলেন নুসরত। তার পরে তাঁকে মন্দিরের পুরোহিত একটি উত্তরীয় পরিয়ে সম্মানিত করেন। এর পরেই এক নির্দিষ্ট সংগঠনের জাতীয় সভাপতি কটাক্ষ করেন নুসরতকে। কী ভাবে তিনি মন্দিরে গিয়ে পুজো করলেন, আরতি ও অন্যান্য রীতিতে যোগ দিলেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি। এর জন্য নুসরতের বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে প্রায়শ্চিত্ত করা উচিত বলেও দাবি করেছেন তিনি। প্রয়োজনে তিনি অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করবেন বলেও জানিয়েছেন। তবে এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি নুসরত। তাঁর সহযোগী দলের তরফ থেকেও আসেনি কোনও বিবৃতি।
লাল পোশাকের উপর ঘিয়ে রঙের কোট। গলায় গাঁদা ফুলের মালা। মুখে নামমাত্র প্রসাধনী। কপালে সিঁদুর ও চন্দনের টিপ। এই বেশেই দেখা গিয়েছে নুসরতকে। মহাকাল মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি তুলতেও দেখা গিয়েছে তাঁকে। সেই ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেন নুসরত। তার পর থেকেই তাঁর দিকে ধেয়ে আসতে থাকে কটাক্ষ। তবে অভিনেত্রীর অনুরাগীরা উৎসাহও দিয়েছেন।
উল্লেখ্য, নুসরতের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘উফ ইয়ে সিয়াপ্পা’। ছবিতে তাঁকে নোরা ফতেহি, সোহম শাহ, ওমকার কপূর ও শারিব হাশমীর সঙ্গে দেখা গিয়েছে। এর পরে তাঁকে দেখা যাবে ‘বান টিক্কি’ নামে একটি ছবিতে। নুসরত ছা়ড়াও ছবিতে রয়েছেন অভয় দেওল, শাবানা আজ়মী, জ়িনত আমন।