Parineeti Chopra

‘সন্তান দত্তক নেব, ন্যাকা প্রেম সহ্য হয় না’, অন্তঃসত্ত্বা হওয়ার পরেই পরিণীতির মন্তব্য নিয়ে সমালোচনা

অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিজেরাই ঘোষণা করেছেন তাঁরা। কিন্তু একটা সময়ে পরিণীতি নিজেই বলেছিলেন, তিনি সন্তান দত্তক নিতে আগ্রহী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৮:০০
Share:

পরিণীতি চোপড়া সমালোচনার মুখে। ছবি: সংগৃহীত।

বিয়ের দু’বছরের মাথায় সুখবর দিয়েছেন পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডা। অন্তঃসত্ত্বা হওয়ার খবর নিজেরাই ঘোষণা করেছেন তাঁরা। কিন্তু একটা সময়ে পরিণীতি নিজেই বলেছিলেন, তিনি সন্তান দত্তক নিতে আগ্রহী। অতীত খুঁড়ে সেই পুরনো মন্তব্য বার করেছেন নিন্দকেরা। তার পর থেকেই কটাক্ষের শিকার অভিনেত্রী।

Advertisement

মাসকয়েক ধরেই গুঞ্জন, মা হচ্ছেন পরিণীতি চোপড়া। অবশেষে সোমবার তারকাজুটি ‘সিলমোহর’ দেন সেই গুঞ্জনে। অভিনেত্রী সোমবার ইনস্টাগ্রামে একটি ভ্যানিলা কেকের ছবি পোস্ট করেন। তার উপর গাণিতিক ভাষায় লেখা, ‘ওয়ান প্লাস ওয়ান ইজ় ইক্যুয়াল টু থ্রি’। পাশাপাশি অভিনেত্রী লেখেন, ‘‘আমাদের ছোট পৃথিবী আসতে চলেছে। কতটা যে ধন্য, ভাষায় প্রকাশ করতে পারব না।’’

পরিণীতি ২০১৩ সালের একটি সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি বাচ্চা খুব ভালবাসেন। প্রেম, বিয়ে, সম্পর্ক, মাতৃত্ব নিয়ে সেই সাক্ষাৎকারে কথা বলেছিলেন তিনি। পরিণীতি সেই সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি সন্তান দত্তক নিতে চাই। আসলে আমি অনেকগুলো বাচ্চা চাই। এত বার তো সন্তানধারণ করতে পারব না। তাই দত্তক নেওয়াই ভাল।” এই মন্তব্য ছড়িয়ে পড়তেই নিন্দকেরা খোঁচা দিয়ে বলছেন, “দত্তক কি আর নেবেন! সন্তানধারণের পথই তো বেছে নিলেন।”

Advertisement

সেই সাক্ষাৎকারেই প্রেম নিয়ে অভিনেত্রী বলেছিলেন, “আমি ওই গড়পড়তা প্রেম একদম পছন্দ করি না। ন্যাকা ন্যাকা উপহার বা ফুল আমার পোষায় না। ছেলেরা যখন রেস্তরাঁয় খেতে যাওয়ার প্রস্তাব দেয়, আমার অসহ্য লাগে। মনে হয়, এক চড় মারি। আমার সাধারণ সম্পর্ক ভাল লাগে। তুমি আমার বাড়িতে এসো, অথবা আমি তোমার বাড়িতে যাই। আমরা একসঙ্গে আড্ডা দিই, টিভি দেখি অথবা পিৎজ়া খাই।”

এমনকি পুরনো অন্য এক সাক্ষাৎকারে পরিণীতি জানিয়েছিলেন, যা-ই হয়ে যাক, তিনি কখনওই কোনও রাজনীতিককে বিয়ে করবেন না। কিন্তু সেই রাজনীতিবিদেরই প্রেমে পড়েন অভিনেত্রী। রাঘব আম আদমি পার্টির নেতা এবং রাজ্যসভার সদস্য। ২০২৩ সালে চারহাত এক করেন পরিণীতি ও রাঘব।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement