Tannishtha Chatterjee

ক্যানসারের চতুর্থ পর্যায়ে তন্নিষ্ঠা! ঠিক কোন সময়ে, কী ভাবে জানতে পারেন তিনি জটিল রোগে আক্রান্ত?

গত রবিবার তন্নিষ্ঠা জানান, তিনি ক্যানসারে আক্রান্ত। আট মাস আগে ধরা পড়েছে তাঁর ক্যানসার। বাড়িতে রয়েছেন তাঁর ৭০ বছরের মা এবং ছোট মেয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২৫ ১৭:০৩
Share:

ক্যানসারের কথা জানলেন কবে তন্নিষ্ঠা? ছবি: সংগৃহীত।

ক্যানসারের চতুর্থ পর্যায়ে রয়েছেন বাঙালি অভিনেত্রী তন্নিষ্ঠা চট্টোপাধ্যায়। গত আট মাস ধরে নানা রকমের সমস্যার মধ্যে দিয়ে গিয়েছেন। এ বার অভিনেত্রী জানালেন, কী ভাবে ও কখন বুঝলেন তিনি ক্যানসার আক্রান্ত।

Advertisement

গত রবিবার তন্নিষ্ঠা জানান, তিনি ক্যানসারে আক্রান্ত। আট মাস আগে ধরা পড়েছে তাঁর ক্যানসার। বাড়িতে রয়েছেন তাঁর ৭০ বছরের মা এবং ছোট মেয়ে। তাই নিজের পরিস্থিতি নিয়েও খানিক উদ্বিগ্ন তন্নিষ্ঠা। কিন্তু বন্ধুবান্ধব ও পরিবারকে পাশে পেয়ে কিছুটা স্বস্তিতে তিনি।

অভিনয়ের পাশাপাশি ছবির পরিচালনাও শুরু করেছিলেন তন্নিষ্ঠা। ‘ফুল প্লেট’ ছবির পরিচালনা করতে করতেই তাঁর ক্যানসার ধরা পড়ে। এই ছবির গল্পও তাঁর নিজেরই লেখা। তাই নিজের কাছেই প্রতিজ্ঞা করেছিলেন, যেনতেনপ্রকারেণ ছবির কাজ শেষ করেই ছাড়বেন। ছবির পরিচালনা করতে করতেই অসুস্থ হয়ে পড়েন তন্নিষ্ঠা। শারীরিক পরীক্ষায় ক্যানসারের কথা জানতে পারেন।

Advertisement

‘ফুল প্লেট’ ছবির ঝলক ভাগ করে নিয়ে তন্নিষ্ঠা লিখেছেন, “গত দু’দিন ধরে যে ভালবাসা ও শুভেচ্ছা পেয়েছি, তার জন্য সকলের কাছে কৃতজ্ঞ। মানবিকতা এখনও বেঁচে রয়েছে, এটা বোঝানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।” খুব কষ্ট করেই ছবির কাজ শেষ করেছেন বলেও জানান তন্নিষ্ঠা। ছবির কাজ যখন অর্ধেক শেষ, তখনই তন্নিষ্ঠা জানতে পেরেছিলেন ক্যানসার জাঁকিয়ে বসেছে তাঁর শরীরে। সেই সময়ে তাঁর সঙ্গে ছবির অভিনেতা ও কলাকুশলীরাও সহযোগিতা করেছিলেন বলে জানিয়েছেন অভিনেত্রী। ছবির ঝলকে অভিনেত্রী কীর্তি কুলহারিকে দেখা যাচ্ছে। তাঁর পরনে কালো বোরখা। কীর্তির কাছেও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

তন্নিষ্ঠা যে ক্যানসারে আক্রান্ত, সেখানে টিউমরের মাধ্যমে রোগীর শরীরের সীমিত সংখ্যক স্থানে ছড়িয়ে পড়ে। গত কয়েক মাস তাই নানা চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছেন অভিনেত্রী। ‘বিবর’, ‘গুলাব গ্যাং’, ‘জোরাম’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তন্নিষ্ঠা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement