Tollywood News

প্রথম বার জুটিতে প্রিয়াঙ্কা-ঋষি, ‘কন্যা’ ছবির মাধ্যমে এক নতুন দিদি পেলেন অভিনেত্রী

রোহন সেনের নতুন ছবির নাম ‘কন্যা’। দুই বোনের গল্প। বড় বোনের চরিত্রে অভিনয় করেছেন অমৃতা দে। ছোট বোনের চরিত্রে দেখা যাবে প্রিয়াঙ্কা সরকারকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪৫
Share:

নতুন ছবি প্রসঙ্গে কী বললেন প্রিয়াঙ্কা? ছবি: সংগৃহীত।

কিছুদিন আগেই এক সাক্ষাৎকারে করিনা কপূর খান জানিয়েছিলেন, দিদি করিশ্মা কপূর এখন তাঁর বন্ধু। সাধারণত, দুই বোনের সম্পর্ক একটা বয়সের পর এমনই হয়ে যায় বোধহয়। তেমনই দুই বোনের গল্প নিয়ে এ বার বড়পর্দায় হাজির হচ্ছেন পরিচালক রোহন সেন। তাঁর নতুন ছবির নাম ‘কন্যা’।

Advertisement

এই ছবির মাধ্যমে প্রথম বার দর্শক দেখবেন ঋষি কৌশিক এবং প্রিয়াঙ্কা সরকার জুটিকে। এ ছাড়া, এই ছবির মাধ্যমে দুই বোনের এক অন্য সমীকরণ ফুটে উঠবে পর্দায়। মায়ের মতো দিদির সঙ্গে মনোমালিন্য থেকে দুই বোনের সমীকরণ কোন দিকে গড়ায়, সেই প্রেক্ষাপটে গল্প বুনেছেন পরিচালক। বড় দিদির চরিত্রে অমৃতা দে। ছোট বোনের চরিত্রে অভিনয় করেছেন প্রিয়াঙ্কা।

ছবির প্রসঙ্গে অভিনেত্রী বললেন, “রোহনের সঙ্গে আমি প্রথম বার কাজ করলাম, খুব ভাল অভিজ্ঞতা। কিছু কিছু মুহূর্ত ও এত অন্য ভাবে তুলে ধরেছে, যা আমার অনেকদিন মনে থাকবে । দুই বোনের সম্পর্কের গল্প বলে এই ছবি। আর পুরো ছবিজুড়ে দু’জনের অনুভূতির চড়াই উতরাই। আর সেটা সম্ভব হত না, অমৃতাদি না থাকলে। ওঁর সঙ্গে অভিনয় করতে করতে সত্যিই এত কাছের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল, মনে হত নিজের দিদির সঙ্গেই অভিনয় করছি।” পারিবারিক ছবিতে আগেও দর্শক দেখেছেন প্রিয়াঙ্কাকে। অভিনেত্রীর আশা, এক দিকে যেমন অমৃতার সঙ্গে তাঁর সমীকরণ নিয়ে আলোচনা হবে, তেমনই ঋষির সঙ্গে তাঁর জুটিও নিরাশ করবে না দর্শককে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement