Bengali serial

১১ বছর পরে হীরা আম্মা আর ঝিলিকের ‘রিইউনিয়ন’! আবার কি পর্দায় একসঙ্গে দেখা যাবে তাঁদের?

‘মা’ ধারাবাহিকের দুই জনপ্রিয় চরিত্র নিয়ে দর্শকের মনে এখনও কৌতূহল অব্যাহত। আবার একসঙ্গে দেখা গেল সোমা বন্দ্যোপাধ্যায় এবং তিথি বসুকে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৫ ১২:৩১
Share:

হীরা আম্মা আর ঝিলিকের পুনর্মিলন! ছবি: সংগৃহীত।

হীরা আম্মা আর ঝিলিককে মনে আছে? ‘মা’ ধারাবাহিকের দুই জনপ্রিয় চরিত্র। হাতে মোটা মোটা বালা, চোখে মোটা কাজল—পর্দার হীরা আম্মার ভয় দেখিয়ে অনেকেই তাঁদের বাচ্চাদের খাওয়াতেন। ১১ বছর পর আবার পাশাপাশি সোমা বন্দ্যোপাধ্যায় এবং তিথি বসু। সমাজমাধ্যমের পাতায় দেখা গিয়েছে ঝিলিককে জড়িয়ে বসে আছে হীরা আম্মা। এত বছর পরে একসঙ্গে তাঁদের দেখে দর্শকের মন্তব্য আবার কি তা হলে বকাবকি মারধরের পালা শুরু?

Advertisement

ধারাবাহিকে দেখানো হয়েছিল অভিজাত পরিবারের মেয়ে ঝিলিক। দাদু বড় আইনজীবী। বাবাও তা-ই। দু’বছরের ঝিলিককে চুরি করে হীরা আম্মা, যে শিশুপাচার চক্রের সঙ্গে যুক্ত। বড় পরিবারের শিশুদের চুরি করে তাদের পাচার করা, রাস্তায় রাস্তায় ভিক্ষা করানোই তার কাজ। অনেক খুঁজেও সেই ঝিলিককে তার মা খুঁজে পায় না। এই ভাবেই এগোয় কাহিনি। সে সময় খলনায়িকার চরিত্রে সোমার অভিনয় বিপুল প্রশংসা পায়। দর্শক ভেবে নিয়েছিল, সত্যি বুঝি ছোট্ট ঝিলিকের উপর অত্যাচার করছে হীরা আম্মা। পর্দায় যেমনই হোক না কেন, বাস্তবে যে ঝিলিককে মেয়ের মতো ভালবাসেন সোমা, সেই ছবিই আবার ধরা পড়ল।

১১ বছর পরে দেখা হল তাঁদের। ছবি: ফেসবুক।

তিথিকে আদরে ভরালেন সোমা। কোনও মারধর, বকাবকি নেই এখানে। শুধুই আদর। সোমা বললেন, “ঝিলিক বিটুয়াকে কি এখন বকাবকি করব! না, শুধুই আদর ওর জন্য। কত দিন পরে দেখা। তাই ভাবলাম ভিডিয়ো তৈরি করি।” পুজোর আগের পরিকল্পনা নিয়েও আড্ডাও দিলেন। দু’জনের একটাই চিন্তা, দুর্গাপুজোয় যেন বৃষ্টি না হয়। আগামী দিনে কি তাঁদের একসঙ্গে দেখা যাবে? সেই উত্তর যদিও পাওয়া যায়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement