Raneeta Dash

‘বাহা’ অতীত, ওকে পিছনে ফেলে নতুন লড়াইয়ে নামছি, ‘মা’ হয়ে ফিরছেন রণিতা দাস?

অনেক বছর পরে আবার ছোটপর্দায় অভিনেত্রী রণিতা দাস। ধারাবাহিকের দুনিয়া কি বদলে গিয়েছে?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৪৯
Share:

অভিনেত্রী রণিতা দাস। ছবি: সংগৃহীত।

মা হচ্ছেন রণিতা দাস, কিন্তু তাঁকে আগলে রাখার কেউ নেই। এমন পরিস্থিতিতে অভিনেত্রী একা লড়তে পারবেন? 'একা মা'-এর লড়াই যে ভীষণ কঠিন!

Advertisement

ব্যাপারটা ঠিক কী? “এই লড়াইটা লড়তে পারব বলেই তো রাজি হয়েছি”, হেঁয়ালি ছড়িয়ে আনন্দবাজার ডট কমকে জবাব দিলেন রণিতা। তার পরেই জানালেন আসল ঘটনা। লম্বা বিরতির পর স্টার জলসায় ফিরছেন অভিনেত্রী। সুরিন্দর ফিল্মসের নতুন ধারাবাহিক ‘ও মোর দরদিয়া’তে। বিপরীতে বিশ্বজিৎ ঘোষ, ফাহিম মির্জা।

ছোটপর্দায় ‘মা’ হয়ে ফিরছেন, বিশ্বজিৎ বা ফাহিমের সঙ্গে জুটিও প্রথম। প্রসঙ্গ তুলতেই হেসে বললেন, “গল্প নতুন। জুটি নতুন। লড়াইটাও নতুন। সব নতুন ভাবে শুরু করতে চাই।” একটু থেমে আরও যোগ করলেন, “আর ‘বাহা’ নয়। এ বার ‘শ্রী’র লড়াই দেখবেন।” অতীত এত সহজে পিছু ছাড়বে? আশা করছেন অভিনেত্রী। তাই এতটা সময় নিয়েছেন তিনি।

Advertisement

রণিতার কথায়, “গল্পটা পুরো জানি না। শুরুটা শুনেই রাজি। এক ‘বাঘিনী’র লড়াই। এ ভাবেই বর্ণনা করা হয়েছিল। আমি আর ‘না’ বলিনি।” তা বলে মা হয়ে? ছোটপর্দার নায়িকারা কি সাহসী হয়ে উঠেছেন? সঙ্গে সঙ্গে সাহসী জবাব, “আলিয়া ভট্ট বাস্তবে মা হয়ে নায়িকা হচ্ছেন। উনি তো তা হলে আমার থেকে বেশি সাহসী!” তিনি উপলব্ধি করেছেন, মাতৃত্ব চিরকালীন। বাস্তবে হোক বা পর্দায়— একে উপেক্ষা করা যায় না।

আপাতত ছবির প্রচার ঝলক শুট হয়েছে। ধারাবাহিকের শুটিং শুরু আগামী সপ্তাহ থেকে। পুজোর আগে হয়তো সম্প্রচার শুরু হবে। এত বছর পরে ফিরেও ধারাবাহিকের দুনিয়ায় খুব বদল টের পাচ্ছেন না অভিনেত্রী। সে কথা নিজেই স্বীকার করলেন। বললেন, "নিজের চরিত্রে এতটাই ডুবে যে চারপাশের কিছুই তেমন খেয়াল করছি না।"

যিনি মাতৃত্বকে অন্তর থেকে উপলব্ধি করেন, তিনি বাস্তবে মা হবেন কবে? ফের দরাজ হাসি। রণিতা বললেন, “এ সব কি পরিকল্পনামাফিক হয়? সময় এলে সব হবে।” তবে দত্তক নয়, মাতৃত্বের স্বাদ তিনি পেতে চান নিজের শরীরে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement