Cannes 2025

সুন্দরীর কণ্ঠহারে প্রিয় নেতা! কানের লাল গালিচায় কোন নায়িকার সফরসঙ্গী নরেন্দ্র মোদী?

“বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার জন্য এর চেয়ে ভাল সাজ আর হতেই পারে না। এ ভাবেই প্রধানমন্ত্রীকে সম্মান জানালাম”, বক্তব্য অভিনেত্রীর।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ মে ২০২৫ ১১:৪২
Share:

রুচি গুজ্জরের গলায় নরেন্দ্র মোদী। ছবি: ইনস্টাগ্রাম।

বলিউডের প্রত্যেক নায়িকার স্বপ্ন, তাঁর সাজ যেন কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় প্রশংসা পায়। ‘সেরা সাজ’-এর তকমা পায়। চর্চা, এই তালিকায় নাকি এগিয়ে অভিনেত্রী রুচি গুজ্জর! মঙ্গলবার তিনি কানের লাল গালিচায় গলার হারে দোলালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বিদেশের মাটিতে সুন্দরীর বক্ষভাঁজ আলো করে অভিনেত্রীর প্রিয় নেতা। এ ছবি প্রকাশ্যে আসতেই সাড়া পড়ে গিয়েছে। রুচির সাজ চমকে দিয়েছে আন্তর্জাতিক মঞ্চ হয়ে নিজের দেশকেও!

Advertisement

রাজস্থানের গুজ্জর পরিবারের মেয়ে রুচি। জন্ম মেহরা গুজরওয়াস খেত্রি গ্রামে। বাবা সশস্ত্র সেনাবাহিনীতে কর্মরত। জয়পুরের মহারানি কলেজ থেকে স্নাতক রুচি নিজেকে প্রমাণ করতে পা রাখেন বলিউডে। তাঁকে দেখা গিয়েছে ‘জব তু মেরি না রহি’, ‘হেলি মে চোর’ এবং ‘এক লড়কি’-র মতো মিউজ়িক ভিডিয়োয়।

অলঙ্কারের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রীকে নিজের সফরসঙ্গী বানানো মুখের কথা নয়। কেন এমন ভাবনা মাথায় এল তাঁর?

Advertisement

কান মঞ্চেই জানতে চাওয়া হয়েছিল রুচির কাছে। অভিনেত্রীর যুক্তি, “বিদেশের মাটিতে দেশের প্রতিনিধিত্ব করার জন্য এর চেয়ে ভাল সাজ আর হতেই পারে না। এ ভাবেই প্রধানমন্ত্রীকে সম্মান জানালাম।” এ দিন তাঁর সাজ সত্যিই বাকিদের ফিকে করে দিয়েছে। পোশাক পরিকল্পক রূপা শর্মার তৈরি সোনালি জরি-সিক্যুইনে বোনা ভারী কাজের লেহঙ্গা-চোলি-দোপাট্টায় সেজে উঠেছিলেন রুচি। মাথায় জরির কাজের দোপাট্টা। এই ধারার সাজ রাজস্থানি মহিলাদের বিশেষ সাজ। সঙ্গে গলাভর্তি নরেন্দ্র মোদীর মুখ খোদাই করা বিশেষ নেকলেস। নেকলেসের লকেট নায়িকার বক্ষভাঁজের শোভা বাড়িয়েছে!

এ দিন রুচি সাংবাদিক সম্মেলনে আরও জানান, গুজ্জর পরিবার মেয়েদের ঘরের বাইরে পা রাখা পছন্দ করে না। সেই বাধা পেরিয়ে তিনি বলিউডের আঙিনায়। শুরুটা তাই তত সহজও ছিল না। তবে তাঁর বাবা প্রথম দিন থেকে তাঁকে সমর্থন জানিয়েছেন। এখন কন্যা-গর্বে গর্বিত রুচির মা-ও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement