দীপাবলির রাতে কাছাকাছি দেব-রুক্মিণী! ছবি: সংগৃহীত।
বিতর্কের পর বিতর্ক। দর্শকের একাংশের দাবি, অভিনেত্রী রুক্মিণী মৈত্র গোঁসা করে পাড়ি দিয়েছেন মুম্বই। আর নায়ক দেব ব্যস্ত নিজের ছবি এবং রাজনীতির কাজে। সবটাই যে রটনা সেই আভাস আগেই পাওয়া গিয়েছিল রুক্মিণীর কথায়। দীপাবলির রাতে নায়িকার ছবি সেই বার্তাই আরও স্পষ্ট করল।
এক দিনের জন্য ঝটিকা সফরে কলকাতায় এসেছিলেন নায়িকা। কালীপুজোর উদ্বোধনেও দেখা গিয়েছিল তাঁকে। পুজোর দিন রাতে নটী বিনোদিনীর বাড়ির পুজোয় গিয়েছিলেন অভিনেত্রী। তার পর রাতে বিশেষ বন্ধু দেবের সঙ্গে বাজিও পোড়ালেন নায়িকা। দেব এবং রুক্মিণী দু’জনেই তাঁদের সমাজমাধ্যমে নিজেদের ছবি ভাগ করে নিয়েছেন। তাঁদের সেই ছবি দেখে স্বস্তি পেয়েছে অভিনেতা-অভিনেত্রীর অনুরাগীরা।
একসঙ্গে দেব-রুক্মিণী। ছবি: ইনস্টাগ্রাম।
কালীপুজোর উদ্বোধনের দিন জনসমক্ষে রুক্মিণীকে প্রশ্ন করা হয়, কেন তাঁকে দেখা যায়নি ‘রঘু ডাকাত’ ছবির কোনও অনুষ্ঠানে। রুক্মিণীর সাফ উত্তর, “উফ বাবা! এই প্রশ্নের একটাই উত্তর। আমায় আপনারা খুঁজতে থাকুন। আসলে কাজের জন্য আমি বাইরে। কালীপুজোয় এক দিনের জন্য এসেছি। কাছের মানুষদের সঙ্গে সময় কাটাব।” এর মধ্যেই শোনা গিয়েছিল, দেব-রুক্মিণীর মধ্যে দূরত্ব তৈরি হয়েছে। যদিও এই প্রসঙ্গে নায়ক-নায়িকার কেউই কোনও জবাব দেননি। উল্লেখ্য, দেব এখনও তাঁর পুজোর ছবির প্রচারে ব্যস্ত। অন্য দিকে রুক্মিণীরও নতুন ছবি ‘হাঁটি হাঁটি পা পা’ আসছে। সেই ছবির প্রচার শীঘ্রই শুরু করবেন তিনি।