Sharly Modak

‘ভালবেসে সম্মান দিতে সবাই পারে না’, অভিষেকের জন্মদিনে কোন দিকে নিশানা স্ত্রী শার্লি মোদকের ?

বুধবার অভিনেতা অভিষেক বসুর জন্মদিন। বিশেষ দিনে স্বামীকে আদুরে বার্তায় ভরালেন অভিনেত্রী শার্লি মোদক। কিন্তু তাঁর লেখায় কোন নিশানা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০২৫ ১৬:১০
Share:

অভিষেক বসুর জন্মদিনে কার দিকে নিশানা শার্লি মোদকের? ছবি: সংগৃহীত।

৮ অক্টোবর অভিনেতা অভিষেক বসুর জন্মদিন। বিয়ের পর প্রথম জন্মদিন। স্বামী অভিষেককে আদুরে শুভেচ্ছায় ভরালেন অভিনেত্রী শার্লি মোদক। চুপিসাড়ে আইনি বিয়ে সেরেছিলেন তাঁরা। বিয়ের পর থেকে নিজেদের ভালবাসা নিয়ে আর লুকোছাপা করতে রাজি নন তাঁরা। অভিনেতার জন্মদিনেও সেই ঝলকই মিলল। কিন্তু শার্লির লেখায় কিসের ইঙ্গিত?

Advertisement

অভিষেককে পেয়ে তিনি ঠিক কতটা খুশি, সেই উপলব্ধিই উজাড় করে দিয়েছেন অভিনেত্রী শার্লি। তিনি বলেন, “তোমার মধ্যে খারাপ কিছু দেখি না। তুমি যে সম্মান আমায় দিয়েছ। আমি খুশি, ধন্য। তোমায় খুব ভালবাসি। এই বিশ্বের কাছে আমি কৃতজ্ঞ। কারণ তোমায় পেয়েছি।” এর সঙ্গে শার্লি আরও লেখেন, “ভালবেসে সম্মান দিতে সবাই পারে না। অনেক ভালবাসি।”

শার্লির লেখা শেষের লাইন পড়ে অনেকের মনে প্রশ্ন, কার দিকে ইঙ্গিত শার্লির? অভিষেকের সঙ্গে বিয়ের পরে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। নায়কের প্রাক্তন প্রেমিকার পোস্ট ঘিরে তৈরি হয়েছিল নানা আলোচনা। পাল্টা দিতে ছাড়েননি। শার্লির লেখা কি আবার সেই বিতর্কই উস্কে দিল?

Advertisement

প্রসঙ্গত, অভিষেককে এই মুহূর্তে দর্শক দেখছেন ‘ফুলকি’ ধারাবাহিকে। অন্য দিকে, বিয়ের পর শার্লিও শুরু করেছেন নতুন কাজ। ছোটপর্দার দুঁদে খলনায়িকা হিসাবে নিজের জায়গা পোক্ত করেছেন অভিনেত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement