ভবিষ্যৎ ভাবনায় শেহনাজ় গিল। ছবি: ইনস্টাগ্রাম।
বিয়েতে অনীহা প্রকাশ করলেন শেহনাজ় গিল! “কখনও হয়তো বিয়ে না-ও করতে পারি”, এমনই ভাবনা তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাংবাদিকদের মুখোমুখি তিনি। তখনই কথায় কথায় ভবিষ্যৎ জীবন নিয়ে কী ভাবছেন, ফাঁস করলেন ‘ইক্কি কুঁড়ি’ নায়িকা। তিনি এই ছবির প্রযোজকও।
শেহনাজ় ‘বিগ বস ১৩’র জনপ্রিয় প্রতিযোগী। ওই বছরেই তাঁর সঙ্গে প্রতিযোগিতায় যোগ দিয়েছিলেন সিদ্ধার্থ শুক্ল। শেহনাজ়-সিদ্ধার্থ ‘বিগ বস’-এর ঘরেই পরস্পরের সঙ্গে নিবিড় সম্পর্কে জড়িয়ে পড়েন। অভিনেতাকে আক্ষরিক অর্থেই চোখে হারাতেন পঞ্জাবের ‘ক্যাটরিনা’। ২০২১-এ মাত্র চল্লিশে সিদ্ধার্থের অকালমৃত্যু না হলে এত দিনে হয়তো ওঁদের সংসার হত, মনে করেন অনুরাগীরা। প্রেমিককে হারিয়েই কি এ রকম সিদ্ধান্ত অভিনেত্রীর? শেহনাজ়ের বক্তব্য জেনে অনেকেই এ রকম ধারণা করছেন।
শেহনাজ় অবশ্য সে বিষয়ে কোনও কথা বলেননি। তবে বিয়ে নিয়ে যে তাঁর মনে দ্বিধা অনেক, সে কথা সাফ জানিয়েছেন। প্রায় একই কথা বলা হয়েছে তাঁর প্রযোজনা ‘ইক্কি কুঁড়ি’তেও। সেখানে এক নারী অনেক লড়াইয়ের পর সঠিক জীবনসঙ্গী খুঁজে পান। তাঁর যুক্তি, “ব্যক্তিগত জীবনেও ছবির মতোই ভাবি। বিয়ে, সংসার মানে এক পুরুষের সঙ্গে আজীবন কাটানোর সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত অনেক বড় প্রভাব ফেলে নারীজীবনে। সঙ্গী নির্বাচন সঠিক না হলে ওই নারীর জীবন ‘নরক’ হয়ে উঠতেও পারে। তাই অনেক ভেবেচিন্তে বিয়ে বা সংসারের ক্ষেত্রে নারীর সিদ্ধান্ত নেওয়া উচিত।” পাশাপাশি এ-ও জানিয়েছেন, তিনি পক্ষপাতী নন, মানে এই নয়, তিনি বিয়ে করবেনই না! কারণ, পরিস্থিতির কারণে অনেক সময়েই অনেক সিদ্ধান্ত ভবিষ্যতে বদলে যেতে পারে।