Phulki Serial

‘হীরাম্মা’কে ছাপিয়ে যেতে পারছে না ‘তাইজি’, শিল্পী হিসাবে বার বার নিজেকে ব্যর্থ মনে হচ্ছে: সোমা

‘ফুলকি’ ধারাবাহিকে ‘তাইজি’ চরিত্রে দেখা যাচ্ছে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়কে। তা দেখে দর্শক যেন ১১ বছর আগে যেন ফিরে গিয়েছে। নতুন চরিত্র নিয়ে কী বললেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১৪:২৬
Share:

তাইজি চরিত্রে অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

কপালে বড় টিপ, রুপোর গয়না, কালো শাড়ি—১১ বছর পর আবার ফিরে এল হীরাম্মা? অভিনেত্রী সোমা বন্দ্যোপাধ্যায়ের নতুন ধারাবাহিকের লুক ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। ‘ফুলকি’ ধারাবাহিকে ‘তাইজি’র চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। কিন্তু এত বছর পরেও ‘তাইজি’র চরিত্র ছাপিয়ে যেতে পারল না ‘হীরাম্মা’কে। শিল্পী হিসাবে এই আলোচনা কি অসুবিধার?

Advertisement

এক দিকে ‘তাইজি’ চরিত্রে অভিনয় করতে পেরে যেমন খুশি সোমা, তেমনই অনবরত ‘হীরাম্মা’র সঙ্গে এই নতুন চরিত্রের তুলনায় কিছুটা অসুবিধাও অনুভব করছেন অভিনেত্রী। সোমা বলেন, “রেডি হয়ে ফ্লোরে ঢুকলেই সবাই বলছে ‘হীরাম্মা’ এসে গিয়েছে। সব শুনে মনে হচ্ছে শিল্পী হিসাবে আমি ব্যর্থ। ‘তাইজি’ পারল না ‘হীরাম্মা’কে ছাপিয়ে যেতে।” কিছু দিন আগে লাইভ ভিডিয়োয় ‘মা’ ধারাবাহিকের জনপ্রিয়তা, ‘হীরাম্মা’ হয়ে ওঠার কাহিনি বলেছিলেন সোমা। কিন্তু ১১ বছর পরেও যে সেই চরিত্রেই ডুব দেবে দর্শক, তা ভাবেননি তিনি।

এই ধারাবাহিকে রুদ্ররূপ সান্যালের গুরুমা হিসাবে দেখা যাবে অভিনেত্রীকে। এই ‘তাইজি’ই রুদ্ররূপকে খারাপ মানুষ তৈরি করেছে। সোমা বলেন, “সবে শুরু করেছি এই চরিত্রটা। চেষ্টা করব সময়ের সঙ্গে যেন মানুষের আগ্রহ বাড়ে। আসলে সেটে এসে জানতে পারি চরিত্রটা অনেকটা ‘হীরাম্মা’র আদলে তৈরি। খুব তাড়াহুড়োর মধ্যে সবটা ঠিক হয়েছে। তবে এটা ভাল লাগছে ভেবে যে, বাচ্চারা এখনও ‘হীরাম্মা’র চরিত্রের সেই স্বাদ পাচ্ছে।” এত দিন পরেও টিআরপি তালিকায় ভাল ফল করছে ‘ফুলকি’ ধারাবাহিক। ‘তাইজি’ আসায় সেই নম্বর কি আরও বাড়বে? সেটাই দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement