Soumitrisha Kundu

‘দাঁড়াতে পারছি না, শারীরিক ও মানসিক ভাবে...’, জন্মাষ্টমীতে মন ভাল নেই সৌমিতৃষার! কী হয়েছে তাঁর?

নিজের জন্মদিন হোক বা গোপালের— সবসময়ই বৃন্দাবন তাঁকে টানে। কিন্তু এ বার জন্মাষ্টমীতে বৃন্দাবন যাওয়া হল না সৌমিতৃষা কুণ্ডুর। কোন সমস্যার কথা বললেন?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৪:৩৮
Share:

অসুস্থ সৌমিতৃষা কী বললেন? ছবি: সংগৃহীত।

অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু যে কৃষ্ণভক্ত সে কথা জানেন তাঁর সব অনুরাগী। নিজের জন্মদিন হোক বা গোপালের, সবসময়ই বৃন্দাবন তাঁকে টানে। কিন্তু এ বার জন্মাষ্টমীতে বৃন্দাবন যাওয়া হল না তাঁর। তাই একেবারেই মন ভাল নেই অভিনেত্রীর। ‘প্রধান’ এবং ‘কালরাত্রি’ মুক্তি পাওয়ার পর থেকে আর তাঁকে সে ভাবে পর্দায় দেখেননি দর্শক। সৌমিতৃষার অসুস্থতার কথা ইন্ডাস্ট্রির অন্দরের অনেকের জানা। জন্মাষ্টমীর সকালে নিজের মন খারাপের কথা সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী।

Advertisement

পরনে গোলাপি পোশাক। ঠোঁটে একই রঙের লিপস্টিক। কিন্তু তাতেও ক্লান্তির ছাপ স্পষ্ট। ভিডিয়োয় তিনি নিজের অসুবিধার সব কথা জানালেন সৌমিতৃষা।

অভিনেত্রী বললেন, “এত শারীরিক অসুস্থতা। দাঁড়িয়ে থাকতে না পারা, কাজ করতে না পারা— সব মিলিয়ে মানসিক শান্তি চলে গিয়েছিল। জন্মাষ্টমীর আবহে শারীরিক, মানসিক কষ্ট সব যেন হাওয়া। বার বার মনে হচ্ছে যদি ছুটে বৃন্দাবন চলে যেতে পারতাম। কিন্তু এখন এতটা যাওয়া সম্ভব নয়।” জীবনের যে কোনও বিশেষ দিন বৃন্দাবনে উদ্‌যাপন করতে ভালবাসেন নায়িকা। এ বার তিনি গৃহবন্দি। তাই আরও খারাপ লাগছে। অভিনেত্রী বললেন, “আগে ভাবতাম ঈশ্বরের ভক্ত মানে ভাল থাকার ভিআইপি পাস পেয়ে যাব সহজে। এখন দেখছি সবই উল্টো। যে ঈশ্বরের ভক্ত তাঁকে বেশি কষ্ট পেতে হয়। পরমভক্ত হওয়ার পরীক্ষা দিতে হয়।”

Advertisement

তবে ঠিক কী হয়েছে তাঁর, জানা যায়নি। এখনও পর্যন্ত নিজের শারীরিক ও মানসিক সমস্যা নিয়ে প্রকাশ্যে কিছু বলেননি সৌমিতৃষা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement