Kanchan-Sreemoyee

‘এটা কী হল কাঞ্চন মল্লিক’, স্বামীর উপর বিরক্ত শ্রীময়ী! দীপাবলির আগে কী করতে বাধ্য হলেন অভিনেত্রী?

কাঞ্চন মল্লিক এবং শ্রীময়ী চট্টরাজের নানা মুহূর্ত সমাজমাধ্যমের পাতায় দেখা যায়। এখন আবার তাঁদের সঙ্গে রয়েছে একরত্তি কৃষভিও। এরই মধ্যে কেন স্বামীকে এ কথা বললেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২০ অক্টোবর ২০২৫ ১৫:২৯
Share:

কাঞ্চনের উপর কি রেগে গেলেন শ্রীময়ী? ছবি: সংগৃহীত।

মেয়ে কৃষভির জন্মের পর থেকে একটা কথা শুনে অভ্যস্ত অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। মেয়েকে দেখতে পুরো কাঞ্চন মল্লিকের মতো। ‌ছোট্ট কৃষভির নাক থেকে ঠোঁট সবটাই তার বাবার মতো। শুধুই কি তাদের দেখতে একরকম! মা শ্রীময়ী বাবা-মেয়ের মধ্যে আরও এক মিল খুঁজে বার করেছেন ।

Advertisement

সম্প্রতি, মেয়ের সঙ্গে কাঞ্চনের একটি ছবি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন শ্রীময়ী। কোলাজ করেছেন, দু’দিকে মেয়ের ছবি আর মাঝে বাবা কাঞ্চন। দু’জনের মুখের ভাবভঙ্গি একেবারে হুবহু। আর সেটাই অবাক করেছে অভিনত্রীকে। তিনি লেখেন, “আমি দেখেছি বা জানি, মানুষ একই রকম দেখতে হয়। কিন্তু মুখের অঙ্গভঙ্গিও একইরকম! আমি বাধ্য হলাম কোলাজটা করতে। এটা কী হল কাঞ্চন মল্লিক?”

এই কোলাজটি পোস্ট করেছেন শ্রীময়ী চট্টরাজ। ছবি: ইনস্টাগ্রাম।

এর আগেও কাঞ্চন-কন্যাকে নিয়ে অনেক আলোচনা হয়েছে। কৃষভির ভিডিয়ো দেখে কেউ লিখেছিলেন, “বাচ্চাকে এ রকম বলতে নেই, তা-ও বলছি কৃষভি পুরো কাঞ্চন লাইট।” আবার কেউ লিখেছিলেন, “ঠোঁট, কান সবটাই কাঞ্চনের বসানো।” নেতিবাচক মন্তব্য করতেও একরত্তি শিশুকে ছাড়েনি অনেকে। যদিও কোনও খারাপ মন্তব্যে গুরুত্ব দিতে রাজি নন কাঞ্চন, শ্রীময়ীরা। মেয়েকে নিয়ে উৎসবের দিনগুলো আরও আনন্দে কাটানোর ইচ্ছা তাঁদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement