Rangamati Tirandaj

ভোল বদলে পর্দায় হাজির সুদীপ্তা, ‘রাঙামতী তিরন্দাজ’-এর বৃন্দার নতুন রূপ নিয়ে কী বললেন অভিনেত্রী?

ছোটপর্দার দুঁদে খলনায়িকা হিসাবেই পরিচিত অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে তিনি সকলের কাছে বৃন্দা। ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকে দুষ্টু চরিত্রে অভিনয় করছেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ নভেম্বর ২০২৫ ২০:৪৩
Share:

নতুন রূপে হাজির হচ্ছেন সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

চোখে মোটা কালো ফ্রেমের চশমা। হাতে শাঁখা-পলা, আর এক জোড়া চুড়ি। কপালে বড় সিঁদুরের টিপ। নাকে নোলক। অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়কে এই রূপে আগে প্রকাশ্যে দেখা যায়নি। ফর্সা গায়ের রং রূপটানের মাধ্যমে কালো করা হয়েছে। আচমকা কেন এই রূপে ধরা দিলেন অভিনেত্রী?

Advertisement

ছোটপর্দার দুঁদে খলনায়িকা হিসাবেই পরিচিত তিনি। এই মুহূর্তে তিনি সকলের কাছে বৃন্দা। ‘রাঙামতী তিরন্দাজ’ ধারাবাহিকে দুষ্টু চরিত্রে অভিনয় করছেন তিনি। চিত্রনাট্যের জন্যই এই রূপ তাঁর।

আনন্দবাজার ডট কমকে অভিনেত্রীর উত্তর, “আমার প্রথমে একটু অস্বস্তি হচ্ছিল। গায়ের রং একেবারে পরিবর্তন হয়ে গিয়েছে। কিন্তু ধীরে ধীরে এখন ভালই লাগছে। অন্য রকম অভিজ্ঞতা। ভাষাতেও বদল আনতে হয়েছে। আমাদের বাড়িতে অনেক পরিচারিকা আছেন, যাঁরা ক্যানিং থেকে আসেন। তাঁদের কথার টানের সঙ্গে এই চরিত্রের সংলাপের মিল আছে। ওঁদের সঙ্গে কথা বলার অভ্যাস থাকায় আমার খুব একটা অসুবিধা হচ্ছে না। বরং ভালই লাগছে।” বৃন্দা চরিত্র ভোল বদলে কী করেন তা এখনই খোলসা করতে নারাজ অভিনেত্রী।

Advertisement

প্রসঙ্গত, এখন অভিনয় ছাড়াও অন্য কারণে আলোচনায় সুদীপ্তা। শোনা যাচ্ছে, ২০২৬-এর বিধানসভা নির্বাচনের টিকিট পেতে পারেন তিনি। এ প্রসঙ্গে আগেই অভিনেত্রী বলেছিলেন, “এখনই তো কিছু বলতে পারছি না। তবে যেটাই হবে সেটা ভালর জন্য হবে। দেখা যাক কী হয়।” তবে অভিনেত্রী জানিয়েছিলেন, নিজেকে তিনি রাজনীতিতে দেখতে চান আগামিদিনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement