Celeb Gossip

অর্চি, বাহার ‘রিইউনিয়ন’! ঋষি কৌশিকের বিবাহবিচ্ছেদের জল্পনা প্রসঙ্গে কী বললেন সুদীপ্তা?

ঋষি কৌশিক এবং দেবযানী চক্রবর্তীর বিবাহবিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এরই মাঝে ছড়িয়ে পড়েছে বাহা এবং অর্চির নতুন ছবি।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ মে ২০২৫ ১৪:৩২
Share:

সুদীপ্তা চক্রবর্তী এবং ঋষি কৌশিক। ছবি: সংগৃহীত।

অর্চি আর বাহামণিকে মনে আছে? প্রায় ১০ বছর হতে চলল এই প্রেমের কাহিনির। টিআরপি তালিকায় মারকাটারি নম্বর এখনও ‘ইষ্টি কুটুম’-কে এগিয়ে রেখেছে অনেক ধারাবাহিকের থেকে। এত বছর পর আবারও অর্চি আর বাহার দেখা মিলল। বহু দিন পর অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী এবং ঋষি কৌশিককে এক ফ্রেমে দেখে খুশি তাঁদের অনুরাগীরা।

Advertisement

তা হলে আবারও কি অর্চিস্মান এবং বাহামণিকে একসঙ্গে দেখা যাবে পর্দায়? নাকি নিছকই আড্ডার জন্যই তাঁদের একফ্রেমে আসা! যদিও এই একটা ছবিকে কেন্দ্র করে যে এত আলোচনা হবে তা বুঝতে পারেননি সুদীপ্তা। তাই তিনি প্রথমে বেশি কিছু না বলতে চাই তিনি জানালেন ঋষির সঙ্গে তাঁদের একেবারে অন্য সমীকরণ।

সুদীপ্তা বললেন, “ঋষিদার সঙ্গে কত বছরের সম্পর্ক। অনেক দিন পরে আমাদের বাড়ি এসেছিল। খুব আড্ডা দিয়েছি আমরা। খাওয়া দাওয়াও করেছি।” ঋষি এবং সুদীপ্তা পরস্পরকে নতুন অদ্ভুত নামে ডাকেন। অভিনেত্রী বললেন, “ঋষিদা আমায় ছানা নামে ডাকে। আর আমি ওকে বলি পোনা। আমরা একসঙ্গে হংকং-এ আউটডোর শুটিং করতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দারুণ বন্ধুত্ব তৈরি হয়েছিল আমাদের।” এই মুহূর্তে ব্যক্তিগত জীবনের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে ঋষি। স্ত্রী দেবযানী চক্রবর্তীর সঙ্গে তাঁর সম্পর্ক যে টালমাটাল তা বোঝা গিয়েছিল অভিনেতার সমাজমাধ্যমের পোস্টে।

Advertisement

এ প্রসঙ্গে সুদীপ্তা বললেন, “ঋষিদা এবং তাঁর স্ত্রীয়ের একান্ত ব্যক্তিগত বিষয়। ওঁরা আলাদা থাকছেন। কিন্তু সেটা তাঁদের বিষয়। আমি কোনও মন্তব্য করতে রাজি নই।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement