Sunny Leone

দত্তক ও সারোগেসির মাধ্যমে তিন ছেলেমেয়ে, কেন নিজে সন্তান নেননি সানি লিওন? জানালেন অভিনেত্রী

প্রথম কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন সানি লিওন। পরের দুই সন্তানকে সারোগেসির মাধ্যমে জন্ম দিয়েছেন। সেই দুই সন্তানের সারোগেট মা এখন ঠিক কেমন আছেন? নিজে কেন সন্তানধারণ করেননি, সেই কারণও প্রকাশ্যে আনলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ অগস্ট ২০২৫ ২০:০৩
Share:

কেন নিজে সন্তানধারণ করলেন না সানি? ছবি: সংগৃহীত।

প্রথম কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন সানি লিওন। পরের দুই সন্তানকে সারোগেসির মাধ্যমে জন্ম দেন। সেই দুই সন্তানের সারোগেট মা এখন ঠিক কেমন আছেন? নিজে কেন সন্তানধারণ করেননি, সেই কারণও প্রকাশ্যে আনলেন তিনি। সম্প্রতি সোহা আলি খানের পডকাস্টে এ কথা জানালেন অভিনেত্রী।

Advertisement

সানি বর্তমানে তিন সন্তানের মা। প্রথম সন্তান নিশাকে দত্তক নিয়েছিলেন। তার পরে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় যমজ সম্তান— নোয়া ও অ্যাশর। সারোগেট মা-কে নাকি বড় অঙ্কের অর্থ দিয়েছিলেন সানি। সেই টাকায় ওই মহিলা একটি বিরাট বাড়ি কেনেন। এমনকি, ওই টাকা দিয়েই ধুমধাম করে বিয়েও করেন তিনি।

সোহার সেই পডকাস্টের ঝলক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে সোহা বলেন, “আজকের পর্বে আমরা বিভিন্ন ভাবে বাবা-মা হয়ে ওঠার পদ্ধতি নিয়ে আলোচনা করব।” সঙ্গে সঙ্গে সানি বলেন, “আমি সব সময়ে সন্তান দত্তক নিতে চেয়েছিলাম।” তাঁদের সঙ্গে ছিলেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ কিরণ কোয়েলহো। তিনিও মহিলাদের স্বাস্থ্যের বিষয়ে কথা বলেছেন এই পডকাস্টে।

Advertisement

এক সন্তান দত্তক নেওয়ার পরে কেন সারোগেসির পথই বেছে নিয়েছিলেন অভিনেত্রী? সানি কি নিজে সন্তানধারণ করতে চাননি? সানি জানান, তিনি সন্তানধারণ করতে চাননি। তখনই তিনি জানান, সারোগেট মাকে তাঁরা সাপ্তাহিক ভাবে অর্থ দিতেন। সেই টাকার অঙ্ক এতটাই বড় ছিল যে, একটি বাড়ি পর্যন্ত কিনে ফেলেন তিনি।

২০১১ সালে ড্যানিয়েল ওয়েবারকে বিয়ে করেছিলেন সানি। তখনও তাঁরা নীলছবির দুনিয়ায় ছিলেন। ২০১৭ সালে তাঁরা কন্যার দত্তক নেন এবং ২০১৮-য় জন্ম নোয়া ও অ্যাশরের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement