‘রাক্ষস’ ছবিতে সিয়াম আহমেদ, সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক।
অবশেষে শ্রীলঙ্কায় শুটিং শুরু হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের ‘রাক্ষস’ ছবির। এই ছবিতে সিয়াম আহমেদের বিপরীতে দেখা যাবে টলিউডের নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়কে। আনন্দবাজার ডট কম-কে পরিচালক জানিয়েছেন, ইতিমধ্যেই ছবির টিম পৌঁছে গিয়েছে শ্রীলঙ্কায়। সব ঠিক থাকলে সোমবার, ১২ জানুয়ারি থেকে শুটিং শুরু।
হৃদয়ের আগামী ছবি প্রথম দিন থেকে চর্চায়। শুরুতে শোনা গিয়েছিল, শাকিব খানের পর সিয়ামের বিপরীতে দেখা যাবে টলিউডের ইধিকা পালকে। সে প্রসঙ্গ তুলতেই পরিচালক বলেন, “কী করে এই গুঞ্জন ছড়িয়েছে, জানি না। চিত্রনাট্য অনুযায়ী ইধিকা মানানসই নন। মানালে ইধিকাকেই নিতাম। ওঁকে সরিয়ে দ্বিতীয় কাউকে নির্বাচনের বিষয়টিই থাকত না।” তাঁর আরও বক্তব্য, গল্প অনুযায়ী ছবির নায়িকা শহুরে, আধুনিকা। পাশ্চাত্য ঘরানায় শিক্ষিত। আচরণেও তার ছায়া। সেই জন্যই সুস্মিতাকে বেছেছেন হৃদয়।
শুরুতে শোনা গিয়েছিল, ভারতেও এই ছবির শুটিং হবে। এ প্রসঙ্গে পরিচালকের মত, “ভারতের সঙ্গে আমাদের সাংস্কৃতিক, অর্থনৈতিক, শৈল্পিক আদানপ্রদান বহু যুগের। এই কারণেই দুই দেশের অভিনেতারা ভারত এবং বাংলাদেশের ছবিতে অভিনয় করেন। দুই বাংলা থেকে ভালবাসাও পান। এই আদানপ্রদানে সাময়িক ছেদ পড়েছে। আমাদের মনখারাপ। বিকল্প হিসেবে তাই উঠে এসেছে শ্রীলঙ্কা। ভারতের সঙ্গে তার ভৌগোলিক সাদৃশ্যও রয়েছে। সব মিলিয়ে তাই ওই দেশেই শুটিং সারব।”
হৃদয় বরং আশাবাদী, শীঘ্রই এই সমস্যা মিটে যাবে। তা ছাড়াও তাঁর দাবি, শুরু থেকেই ভারতের পাশাপাশি শ্রীলঙ্কাতেও শুটিংয়ের ‘রেকি’ করেছিলেন। তাঁর ইচ্ছা ছিল, শ্রীলঙ্কাতেও ছবির শুটিং করবেন।
ছবির কয়েকটি গানের শুটিং হবে মালয়েশিয়ায়।