Sweta Bhattacharya

অনুমতি না নিয়ে ছবি ব্যবহার! বুটিকের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি শ্বেতার

‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের শ্যামলী যেমন প্রতিবাদী, অভিনেত্রী শ্বেতাও বাস্তবে তেমনই। তাই অন্যায় দেখে চুপ থাকতে পারলেন না নায়িকা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৭:০৬
Share:

অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। ছবি: সংগৃহীত।

বেনারসির কাজের সঙ্গে মিলিয়ে বেশ নানা কারুকাজ করা। অনেক শখ করে বিয়ের ব্লাউজ় তৈরি করিয়েছিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। তাঁর আশীর্বাদের লুক থেকে রিসেপশন, সবটার দায়িত্ব ছিল স্টাইলিস্ট রুদ্র সাহার কাঁধে। নায়িকার ইচ্ছা অনুযায়ী শিলিগুড়ির এক ডিজ়াইনার ভিকির থেকে ব্লাউজ়টি তৈরি করান রুদ্র। তার পর শ্বেতার বিয়ের লুক দেখেছেন সবাই। পছন্দও হয়েছে সবার। সমাজমাধ্যমের পাতায় বিভিন্ন জায়গায় ঘুরছে নায়িকার লুক। এখানেই হয়েছে যত ‘ঝামেলা’। আসলে যে এই ব্লাউজ়টি তৈরি করেছেন তার কথা কেউ জানতেই পারছেন না৷ কলকাতার একটি বুটিক অভিনেত্রীর ছবি ব্যবহার করে এমন ভাবে প্রচার চালাচ্ছে যে অনেকে ধরেই নিয়েছেন, শ্বেতা তাঁর বিয়ে ব্লাউজ় তৈরি করিয়েছেন কলকাতার ওই বুটিক থেকে। সে কথা কানে যেতেই বেজায় চটেছেন নায়িকা।

Advertisement

ভুল ধারণা ভাঙাতে ফেসবুকে পোস্ট করেছেন শ্বেতা। অভিনেত্রী বলেছেন, ‘‘অনুমতি না নিয়ে এ ভাবে আমার ছবি ব্যবহার করা খুবই অনুচিত। আগামী দিনেও যদি এমন কিছু করেন, তা হলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হব।’’

এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে স্টাইলিস্ট রুদ্র জানিয়েছেন, কলকাতার বুটিকটি শ্বেতার ছবি ব্যবহার করে যে ভাবে প্রচার চালাচ্ছে তাতে তো যে আসল ডিজ়াইনার তাঁর ব্যবসা মার খাচ্ছে। এটা কোনও ভাবেই শ্বেতা মেনে নিতে পারছেন না৷ তাই বাধ্য হয়ে এই ভিডিয়োবার্তা দিয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement