Tanushree Dutta

যৌন হেনস্থার অভিযোগের পরে বৌদ্ধ আশ্রমে! তনুশ্রীর বিয়ে ঠিক হয়েও কেন শেষ মুহূর্তে ভেঙে গিয়েছিল?

২০১৮ সালে বিয়ে ঠিক হয়েছিল তনুশ্রীর। সমস্ত পাকা হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে ভেঙে গিয়েছিল সেই বিয়ে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ১৫:১০
Share:

তনুশ্রীর বিয়ে ভেঙে যায় একটি কারণে। ছবি: সংগৃহীত।

নিজের বাড়িতেই গত চার পাঁচ বছর ধরে হেনস্থার শিকার তনুশ্রী দত্ত। ক্যামেরার সামনে এসে হাউ হাউ করে কেঁদে ভাসিয়েছেন তিনি। মানুষের কাছে চেয়েছেন সাহায্য। দাবি করেছেন, সুশান্তের মতোই তাঁকে মেরে ফেলার ষড়যন্ত্র হচ্ছে। কিন্তু কেন এই অবস্থা তনুশ্রীর? ‘আশিক বনায়া আপনে’ ছবিতে মুগ্ধ করেছিলেন দর্শককে। সেই অনুরাগীরা চিন্তিত অভিনেত্রীকে নিয়ে। প্রশ্ন তুলছেন, কেন তনু্শ্রী বিনোদন জগৎ থেকে দূরে সরে গেলেন? কেনই বা বিয়ে করে সংসার গোছাচ্ছেন না তিনি? বিয়ে নিয়ে তনুশ্রী নিজেই মুখ খুলেছিলেন।

Advertisement

তনুশ্রী পুরনো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, রাখি সাওয়ন্তের জন্যই নাকি বিয়ে ভেঙে গিয়েছিল তাঁর। ২০১৮ সালে বিয়ে ঠিক হয়েছিল তনুশ্রীর। সমস্ত পাকা হয়ে গিয়েছিল। কিন্তু রাখির একটি ভিডিয়োর জন্য সব বানচাল হয়ে যায়। এমনকি, ওই ঘটনার জন্য তনুশ্রীর বাবা-মায়ের শরীরও নাকি খারাপ করেছিল।

দীর্ঘ দিন সম্পর্কে থাকার পরে আদিল দুরানিকে বিয়ে করেছিলেন রাখি সাওয়ন্ত। কিন্তু সেই বিয়ে ভেঙে যায় এবং তা নিয়ে বিস্তর জলঘোলা হয়। রাখি-আদিলের কাদা ছোড়াছুড়ি পর্বে আদিলের পক্ষ নিয়েছিলেন তনুশ্রী। সেই সময়েই এক সাংবাদিক বৈঠকে অভিনেত্রী জানিয়েছিলেন, রাখির জন্যই তাঁর ঠিক হওয়া বিয়ে ভেঙে যায়।

Advertisement

২০১৮ সালেই নানা পটেকরের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তনুশ্রী। সেই অভিযোগ থেকে ২০১৯ সালে অব্যাহতি পান নানা। তার পরে তনুশ্রী আধ্যাত্মিকতায় ডুব দিয়েছিলেন। এই সময়ে জনসমক্ষে আসা কমিয়ে দিয়েছিলেন তনুশ্রী। লাদাখে বৌদ্ধধর্মের থেকে শিক্ষা নেওয়ার পথেও গিয়েছিলেন তিনি। নিয়মিত ধ্যান করতেন। নানা ভাবে নিজেকে শান্ত রাখার চেষ্টা করেছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement