Udit Narayan- Aditya narayan

কথায় কথায় ছেলে আদিত্যর গায়ে হাত তুলতেন, কী কারণে এত রেগে যেতেন উদিত নারায়ণ?

ছোটবেলায় বাবাকে যে খুব একটা কাছে পেয়েছেন আদিত্য, তেমন নয়। যখনই বাবা বাড়ি ফিরতেন, পান থেকে চুন খসলেই নাকি প্রবল মার খেতেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৫
Share:

ছেলে আদিত্যকে কেন মারতেন উদিত? ছবি: সংগৃহীত।

অল্প বয়স থেকে রোজগার করছেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। আয়ের মাত্রা এমনই, যে মাত্র ৭ বছর বয়সে লক্ষ টাকা কর দিতে হয়েছিল তারকাপুত্রকে। গান গাওয়ার পাশাপাশি পড়াশোনাও করতেন। কিন্তু হামেশাই নাকি ছেলের গায়ে হাত তুলতেন উদিত।

Advertisement

আদিত্যকে সম্প্রতি একটি রিয়্যালিটি শোয়ে দেখা যাচ্ছে। সেখানেই আদিত্য বলেন, ‘‘ছোটবেলা থেকে বাবাকে কাছেই পাইনি। মাসে হয়তো তিন দিন বাড়ি থাকতেন। যদিও বাবা প্রচুর মারধর করতেন। কখনও আমার প্রশংসা করেননি। উনিশ থেকে বিশ হলেই কপালে জুটত মার। বাবা কড়া ছিলেন খুব। নিয়ম মেনে চলা মানুষ। যদিও বাবা যখন বাড়ি থাকতেন, পুরো সময়টা পরিবারকে দিতেন।’’ তবে বাবার কাছে ছোটবেলায় এত মার খেয়েও তাঁর কোনও অনুযোগ নেই। বরং আদিত্য বলেন, ‘‘বাবা ছোটবেলা থেকে সমালোচনা করেছেন বলেই নিজের পরিচিতি তৈরির খিদে তৈরি হয়েছিল। আজ আমি যে জায়গায় পৌঁছেছি, সেটার অন্যতম কারণ বাবার শাসন। এখনকার বাচ্চাদের গায়ে তো হাতই তোলা যায় না।’’

যদিও ছোট থেকেই নাকি রগচটা স্বভাবের ছেলে আদিত্য। তিনি তাঁর মেজাজের কারণে বিতর্কেও জড়িয়েছিলেন। তবে এখন আদিত্য অনেকটা শান্ত। এক কন্যার বাবা তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement