Zubeen Garg

জ়ুবিনের মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা, অসম সরকারের কাছে কোন আর্জি জানালেন গায়ক পাপন?

জ়ুবিনের মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। গায়কের মৃত্যুর পর অসম সরকারের কাছে কী অনুরোধ করলেন পাপন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:২২
Share:

জ়ুবিনের মৃত্যু প্রসঙ্গে কোন আর্জি জানালেন পাপন? ছবি: সংগৃহীত।

সপ্তাহ পেরিয়ে গিয়েছে, তবু শোক কাটছে না অসমের। তাঁদের প্রাণের প্রিয় তারকা জ়ুবিন গার্গের অকালপ্রয়াণ মেনে নিতে পারছেন না অসমবাসী। তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। দু’বার তাঁর দেহের ময়নাতদন্ত হয়েছে। গায়কের মৃত্যুর কারণ নিয়ে তদন্ত চালাচ্ছে বিশেষ দল। এর মাঝেই অসম সরকারের কাছে কোন আর্জি পাপনের?

Advertisement

জ়ুবিনের মৃত্যুতে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন অনেকেই। ইতিমধ্যেই জুবিনের ব্যান্ডের প্রাক্তন এক সদস্য শেখর জ্যোতি গোস্বামীকে আটক করা হয়েছে। নজরে রয়েছেন গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মাও। এ বার অসম সরকারের কাছে তদন্তের গতি বাড়ানোর আর্জি জানালেন পাপন। জ়ুবিনের মৃত্যুর খবর পেয়ে মুম্বই থেকে ছুটে আসেন তিনি। শেষকৃত্য সম্পন্ন হওয়া পর্যন্ত সেখানেই ছিলেন। বার বার আবেগতাড়িত দেখা গিয়েছে তাঁকে।

জ়ুবিনের মৃত্যুর পর থেকেই শোকাচ্ছন্ন পাপন। গায়কের উদ্দেশে তিনি লেখেন, ‘‘তোমার কথা খুব মনে পড়ছে ভাই। যেখানেই থাকো, ভাল থাকো।’’ সেখানেই অসম সরকারের কাছে দ্রুত তদন্তের আর্জি জানিয়েছেন জ়ুবিনের বন্ধু। পোস্টে তিনি লেখেন, ‘‘দ্রুত তদন্তের অনুরোধ জানাচ্ছি। আমরা যে সব উত্তর খুঁজছি, সেগুলো যেন তাড়াতাড়ি পাই।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement