Aditya Roy Kapur

অনন্যাকে কষ্ট দিয়ে সারার সঙ্গে ঘনিষ্ঠতা! নিজের নতুন সম্পর্কের কথা খোলসা করলেন আদিত্য

আদিত্য-সারার চোখে চোখে কথা হচ্ছে, কখনও-বা ইশারায়। সবটাই ধরা পড়ছে ক্যামেরায়। এ সবের মাঝে নিজের নতুন সম্পর্কের কথা জানালেন আদিত্য।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ জুলাই ২০২৫ ১২:৩৬
Share:

অনন্যার পর সারার প্রেমে পড়লেন আদিত্য! গ্রাফিক-আনন্দবাজার ডট কম।

দীর্ঘ দু’বছরের সম্পর্কে ইতি টেনেছেন আদিত্য রায় কপূর ও অনন্যা পাণ্ডে। বিচ্ছেদে নাকি মন ভেঙেছিল অনন্যার। দীর্ঘ দিন তিনি নাকি অবসন্ন ছিলেন। আপাতত অনন্যা নিজের কাজ নিয়ে ব্যস্ত।

Advertisement

এ দিকে অনন্যার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই আদিত্যের প্রতি সারা আলি খান ভাল লাগা জাহির করেন। অনুরাগ বসুর ছবি ‘মেট্রো ইন দিনো’-তে জুটি বেঁধেছেন আদিত্য ও সারা। সেখান থেকেই সারার থেকে ঘনিষ্ঠতা তৈরি আর অনন্যার সঙ্গে বিচ্ছেদ? নেটাগরিকেরা বিভিন্ন জল্পনা করছেন।

ছবির প্রচারে বিভিন্ন শহরে যাচ্ছেন দু’জনে। চোখে চোখে কথা হচ্ছে। কখনও আবার ইশারায় কথা বলছেন। সবটাই ধরা পড়ছে ক্যামেরায়। এ সবের মাঝে নিজের নতুন সম্পর্কের কথা জানালেন আদিত্য।

Advertisement

এক ফ্যাশন শোয়ে একসঙ্গে হেঁটেছিলেন আদিত্য-সারা। তাঁদের রসায়ন পছন্দ হয়েছিল অনেকেরই। সম্প্রতি কলকাতায় সারা-আদিত্যের অভিব্যক্তি নজর কাড়ে অনেকেরই। এ বার আদিত্যকে নিজের প্রেমজীবন নিয়ে প্রশ্ন করলেন সাংবাদিকেরা। অভিনেতা বললেন, ‘‘হ্যাঁ, আমি নতুন একটা সম্পর্কে রয়েছি, সেটা এই ‘ইন দিনো মেট্রো’ ছবিটার সঙ্গে।’’

‘মেট্রো ইন দিনো’ ছবিতে সারা ও আদিত্য ছাড়াও রয়েছেন অনুপম খের, নীনা গুপ্ত, পঙ্কজ ত্রিপাঠী, কঙ্কণা সেনশর্মা, আলি ফয়জল, ফাতিমা সনা শেখ। বর্তমানে সম্পর্কের সমীকরণ নিয়ে তৈরি এই ছবি। অনুরাগ ছবি সম্পর্কে বলেছিলেন, ‘‘মানুষের জন্য মানুষের গল্প নিয়ে তৈরি ‘মেট্রো ইন দিনো’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement