252 Crore Drug Case

বলিউডে মাদকচক্রের কালো ছায়া, ওরির পর ফাঁসলেন আরও এক তারকাসন্তান! পুলিশি নজর কার দিকে?

দুবাইয়ের এক শেখের রেভ পার্টিতে বলিউডের বেশ কয়েক জন উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে অন্যতম এই তারকাসন্তান।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ নভেম্বর ২০২৫ ১০:৪৪
Share:

কোন বলিউড তারকাসন্তান বিপদে? প্রতীকী ছবি।

ফের বলিউডের মাদকযোগের খবর প্রকাশ্যে। দুবাইয়ের মহম্মদ সেলিম সুহেল শেখের ‘রেভ পার্টি’তে যোগ দিয়ে পুলিশের নজরে নেটপ্রভাবী ওরহান অবত্রামণি বা ওরি। খবর, এ বার পুলিশ ডেকে পাঠিয়েছে শক্তি কপূরের ছেলে সিদ্ধান্ত কপূরকে।

Advertisement

পুলিশের সন্দেহ, সিদ্ধান্ত ওই ২৫২ কোটির মাদক মামলায় জড়িত। খবর, একই কারণে ইতিমধ্যেই সুহেল শেখকে গ্রেফতার করেছে প্রশাসন। তাঁর মুখ থেকেই উঠে এসেছে ওরি এবং সিদ্ধান্তের নাম। এ-ও জানা গিয়েছে, ভারতের পাশাপাশি বিদেশেও এই ধরনের মাদক পার্টির আয়োজন করেছিলেন তিনি। ভারতে আয়োজিত পার্টিতে উপস্থিত ছিলেন ওরি, সিদ্ধান্ত ছাড়াও ফ্যাশন দুনিয়ার কয়েক জন বিশিষ্টজন, রাজনীতিবিদ এবং পলাতক গ্যাংস্টার দাউদ ইব্রাহিমের এক আত্মীয়।

এর পরেই নাকি ওরিকে ডেকে পাঠায় প্রশাসন। যদিও, ২০ নভেম্বর নির্দিষ্ট দিনে তিনি হাজিরা দিতে পারেননি। বদলে তাঁকে ফের উপস্থিত থাকতে হবে ২৬ নভেম্বর। সিদ্ধান্তকে কবে প্রশাসনের মুখোমুখি হতে হবে, সেটা জানা যায়নি। প্রসঙ্গত, ওই পার্টি থেকে ২৫২ কোটির মেফেড্রোন উদ্ধার হওয়ার পর মহারাষ্ট্র থেকে গ্রেফতার হন অভিযুক্ত।

Advertisement

শক্তি কপূরের ছেলের বিরুদ্ধে মাদকযোগের অভিযোগ অবশ্য নতুন নয়। এর আগে, ২০২২ সালে বেঙ্গালুরুতে মাদক সেবনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল তাঁকে। সূত্রের খবর, সেই সময়ে পুলিশ এমনই একটি পার্টিতে অভিযান চালিয়ে ৩৫ জন আমন্ত্রিতকে আটক করে। তাঁদের নমুনা মেডিক্যাল পরীক্ষার জন্য পাঠানো হয়। এঁদের মধ্যে পাঁচ জনের পরীক্ষার ফলাফল ইতিবাচক ছিল। সিদ্ধান্ত তাঁদের মধ্যে অন্যতম ছিলেন বলেই জানা যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement