Ahaan Panday

‘সইয়ারা’র সাফল্যের পর নতুন প্রস্তুতি অহানের, পাগল প্রেমিক ইমেজ থেকে এ বার উগ্র পৌরুষ!

‘সইয়ারা’র সাফল্য ধরে বসে থাকা নয়। নিজেকে নতুন ভাবে ভাঙছেন অহান। কৃষ কপূরকে যে পিছনে ফেলে এগিয়ে এসেছেন, অহানের নতুন রূপ তার প্রমাণ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ২০:৫১
Share:

অহান পাণ্ডে। ছবি: সংগৃহীত।

বড় চুল, হাতে গিটার নিয়ে গান গাইছেন, সঙ্গে ছিল একটা সংবেদনশীল মন। পর্দায় অহান পাণ্ডের আত্মপ্রকাশ হয় ‘কৃষ কপূর’ রূপে। ২৭ বছরের অহান তাঁর প্রথম ছবিতেই কেল্লাফতে করে দিয়েছেন। চলতি বছরের অন্যতম বড় হিট দিয়েছে তাঁর ছবি ‘সইয়ারা’। এ বার নতুন প্রস্তুতি শুরু করলেন তিনি।

Advertisement

তবে ‘সইয়ারা’র সাফল্য ধরে বসে থাকা নয়। নিজেকে নতুন ভাবে ভাঙছেন অহান। কৃষ কপূরকে যে পিছনে ফেলে এগিয়ে এসেছেন, অহানের নতুন রূপ তার প্রমাণ। ছোট করে কাটা চুল। স্বল্প দাড়ি, পরনে লেদার জ্যাকেট। নিজের ছবি দিয়ে অভিনেতা লেখেন, ‘‘এটা একটা কাট।’’ এ বার যশরাজ ফিল্মস্‌-এর সঙ্গে চুক্তিবদ্ধ হলেন তিনি। পরিচালক আলি আব্বাস জ়াফরের পরবর্তী ছবিতে দেখা যাবে তাঁকে।

মূলত গুপ্তচরবৃত্তি সংক্রান্ত অ্যাকশনধর্মী ছবি বানান পরিচালক। তাঁর অন্যতম হিট সলমন খানের সঙ্গে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজ়ি। এ বার তাঁর ছবিতে অহানকে দেখা যাবে অন্য অবতারে, এমনটাই জল্পনা। তাঁর বিপরীতে আছেন শর্বরী ওয়াগ। ছবির শুটিং শুরু হবে আগামী বছর থেকে। সিনেমার পর্দায় তাঁর ও অনীত পড্ডার রসায়ন এখনও তাজা দর্শক হৃদয়ে। এ বার শর্বরী ও অহানের যুগলবন্দি কতটা দাগ কাটতে পারে দর্শক মনে সেটা সময় বলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement