Surya Kumar-Avneet Kaur

বিরাট-অনুষ্কার পিছু নিয়েছিলেন! এ বার সূর্যকুমারের সঙ্গে মহাকাল মন্দিরে কেন গিয়েছিলেন অবনীত

উইম্বলডনের মাঠে বিরাট-অনুষ্কার নাকি পিছু নেন অবনীত! দিন দুয়েক আগে ক্রিকেট তারকা সূর্যকুমার যাদব ও তাঁর স্ত্রীর সঙ্গেও উজ্জৈনের মহাকাল মন্দিরে দেখা গেল তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৯:১৯
Share:

(বাঁ দিকে ) সূর্য কুমার যাদব (ডান দিক) অবনীত কৌর। ছবি: সংগৃহীত।

মাস কয়েক আগে বিরাট কোহলি নাকি অসাবধনতাবশত একটি ভুল করে বসেন। অনুষ্কার জন্মদিনে স্ত্রীকে নিয়ে আবেগঘন পোস্ট দেন। সেই দিনই আর একটি পোস্টে অভিনেত্রী অবনীত কৌরের ছবিতে ‘লাভ’ প্রতিক্রিয়া দেন কোহলি। আইপিএল-এর মাঝে কোহলিকে নিয়ে হঠাৎ হইচই শুরু হয়ে যায়। অনেকে কোহলির ‘রিঅ্যাক্ট’ করা পোস্টে অনুষ্কাকে ট্যাগ করে দেন। পরিস্থিতি অন্য দিকে যাচ্ছে বুঝে সমাজমাধ্যমে ব্যাখ্যা দিতে বাধ্য হন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। তার পর উইম্বলডনের মাঠেও নাকি বিরাট-অনুষ্কার পিছু নেন অবনীত। পাশাপাশি, দিন দুয়েক আগে ক্রিকেট তারকা সূর্যকুমার যাদব ও তাঁর স্ত্রীর সঙ্গে উজ্জৈনের মহাকাল মন্দিরেও দেখা গেল তাঁকে।

Advertisement

মহাকাল মন্দিরের বাইরে সস্ত্রীক দেবতার আরাধনায় মগ্ন সূর্যকুমার ক্যামেরাবন্দি হন। তাঁদের পাশে ছিলেন অবনীত। নায়িকার নিজের বেশ কয়েকটি ছবিও দেন সেখান থেকে। অনেকেই ভেবেছিলেন সূর্যকুমার ও অবনীত হয়তো জুটি বেঁধে নতুন কিছু শুরু করতে চলেছেন। নিমেষের মধ্যে ছড়িয়ে পড়ে সেই ছবি। অভিনেত্রীর টিম থেকে জানানো হয়, কোনও নতুন কাজ নয়। বরং গোটাটাই নাকি কাকতালীয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement