Ahaan Panday & Aneet Padda

প্রকাশ্যে অহান ও অনীতের একান্ত মুহূর্তের ছবি! প্রেমে কি সিলমোহর দিল ‘সইয়ারা’ জুটি?

একটি ছবিতে দেখা যাচ্ছে, অহান চোখ বুজে অনুষ্ঠান উপভোগ করছেন। তাঁর কাঁধে মাথা রেখে আছেন অনীত। তাঁর চোখেমুখে উল্লাসের ছাপ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৮:১৪
Share:

প্রেম করছেন অহান ও অনীত। ঘনিষ্ঠ ছবি প্রকাশ্যে (ইনসেটে) ছবি: সংগৃহীত।

পর্দায় তাঁদের গভীর সমীকরণে মুগ্ধ হয়েছে দর্শক। বাস্তবেও তাঁরা পরস্পরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলে জল্পনা চলছিল। এ বার সেই জল্পনায় কি সিলমোহর দিয়েই দিলেন অহান পাণ্ডে? সমাজমাধ্যমে অনীত পড্ডার সঙ্গে অহান একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নেওয়ার পরে সেই প্রশ্নই উঠেছে।

Advertisement

সোমবার অনীতের ২৩ বছরের জন্মদিন। সেই উপলক্ষে একান্ত মুহূর্তের ছবি ভাগ করে নিলেন তাঁরা। চলতি বছরের শুরুতে মুম্বইয়ে ছিল ব্রিটিশ ব্যান্ড ‘কোল্ডপ্লে’-র অনুষ্ঠান। অহানের পোস্ট করা ছবিগুলিতে স্পষ্ট, অনীতের সঙ্গে তিনি এই অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন।

একটি ছবিতে দেখা যাচ্ছে, অহান চোখ বুজে সেই অনুষ্ঠান উপভোগ করছেন। তাঁর কাঁধে মাথা রেখে আছেন অনীত। তাঁর চোখেমুখে উল্লাসের ছাপ। ‘সইয়ারা’ মুক্তি পাওয়ার বহু দিন আগেই হয়েছিল এই অনুষ্ঠান। তাই অনুরাগীদের অনুমান, ছবির শুটিং-এর সময় থেকেই দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে।

Advertisement

বলিউডের এক ঘনিষ্ঠ সূত্রের খবর অনুযায়ী, বেশ কিছু দিন ধরেই সম্পর্কে রয়েছে অহান ও অনীত। পরস্পরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা। একসঙ্গে শুটিং করতে করতে, সময় কাটাতে কাটাতে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে বলে জানিয়েছে সেই সূত্র। সেই সূত্রের কথায়, “এই সম্পর্কটা খুবই মিষ্টি। একেবারে স্বাভাবিক ভাবে গ়ড়ে উঠেছে। মেয়েটি (অনীত) খুবই নিষ্পাপ ও মিষ্টি ধরনের। শুটিংয়ের সময়ে ওর খেয়াল রাখত অহান। যত দিন কেটেছে, ওরা পরস্পরের ঘনিষ্ঠ হয়েছে। প্রথমে খুব ভাল বন্ধুত্ব ছিল ওদের মধ্যে। তার পরে প্রেম হয়।”

উল্লেখ্য, চলতি বছর ১৮ জুলাই মুক্তি পেয়েছিল ‘সইয়ারা’। বক্স অফিসে আলোড়ন ফেলেছিল এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement