Sangeeta Bijlani

‘বাড়ির দেওয়ালে অশালীন ছবি’, হামলার পরে ভীত সঙ্গীতা! আগ্নেয়াস্ত্র চান সলমনের প্রাক্তন প্রেমিকা?

চলতি বছরের ১৮ জুলাই বেশ অনেক দিন পরে নিজের পুণের খামারবাড়িতে যান সঙ্গীতা। সেখানে গিয়ে চক্ষু চড়কগাছ অভিনেত্রীর। বাড়ির লোহার দরজা ভাঙা। জানালার গ্রিল কাটা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০২৫ ১৬:৫৬
Share:

সলমনের শত্রুদের নিশানায় সঙ্গীতা? ছবি: সংগৃহীত।

কয়েক মাস আগে সঙ্গীতা বিজলানির খামারবাড়িতে হামলা হয়েছিল। সলমন খানের পরে তাঁর প্রাক্তন প্রেমিকাও কি লরেন্স বিশ্নোইয়ের নিশানায়? উঠেছিল প্রশ্ন। এ বার নিরাপত্তার স্বার্থে বড় পদক্ষেপ করলেন সঙ্গীতা। নিজের সঙ্গে আগ্নেয়াস্ত্র রাখার আবেদন করলেন তিনি।

Advertisement

চলতি বছরের গত ১৮ জুলাই বেশ অনেক দিন পরে নিজের পুণের খামারবাড়িতে যান সঙ্গীতা। সেখানে গিয়ে চক্ষু চড়কগাছ অভিনেত্রীর। বাড়ির লোহার দরজা ভাঙা। জানালার গ্রিল কাটা। সিসিটিভি ক্যামেরা, বিছানা, রেফ্রিজ়ারেটর-সহ বাড়ির অন্য প্রয়োজনীয় জিনিসপত্রও ভাঙচুর করা হয়েছিল। চুরি হয়েছিল টিভি সেট, ৫০ হাজার টাকা ও আরও মূল্যবান জিনিসপত্র। এখানেই শেষ নয়। সঙ্গীতা জানিয়েছিলেন, তাঁর বাড়ির দেওয়ালেও অশালীন ছবি ও লেখালিখি করা হয়েছে।

সঙ্গীতা এই ঘটনার পরে অভিযোগ দায়ের করেছিলেন। কিন্তু তাঁর দাবি, তদন্ত প্রক্রিয়া অত্যন্ত ধীরে হচ্ছে। সম্প্রতি পুণেতে পুলিশ আধিকারিক সন্দীপ সিংহ গিলের সঙ্গে দেখা করেন তিনি। পাশাপাশি নিজের নিরাপত্তার কথা মাথায় রেখে আগ্নেয়াস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছেন সঙ্গীতা।

Advertisement

সঙ্গীতা সংবাদমাধ্যমকে বলেছেন, “আমি গত ২০ বছর ধরে এখানে আছি। এটা আমার বাড়িও বলা চলে। এই ভয়ঙ্কর ঘটনার পরে সাড়ে তিন মাস কেটে গিয়েছে। কিন্তু এখনও কোনও সুরাহা হয়নি।” তাই ব্যতিব্যস্ত হয়ে নিজেই নিজের নিরাপত্তা সুরক্ষিত করতে চাইছেন সঙ্গীতা। তাঁর কথায়, “চুরি হল। বাড়িতে ভাঙচুর হল। কী ভয়ঙ্কর! সৌভাগ্যবশত সেই দিন আমি সেখানে ছিলাম না। এই প্রথম আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। এই অবস্থায় আমার এ বার একটা আগ্নেয়াস্ত্র দরকার।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement