Ahaan Panday

কাছের মানুষের মৃত্যুতে ভেঙে পড়েছিলেন, ‘সইয়ারা’ মুক্তির আগে কোন লড়াইয়ের কথা শোনালেন অহান?

‘সইয়ারা’ তৈরির আগেও অভিনয়জগতে আসতে চেয়েছিলেন একাধিক বার। চেষ্টা করেও ব্যর্থ হন। পাচ্ছিলেন না সঠিক সুযোগ। সেই সময়েই ব্যক্তিগত জীবনে বড় ধাক্কা পান অহান পাণ্ডে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩০ অগস্ট ২০২৫ ১৪:১৬
Share:

‘সইয়ারা’ ছবির পোস্টারে অনীত পড্ডা এবং অহান পাণ্ডে। ছবি: সংগৃহীত।

‘সইয়ারা’ ছবির সৌজন্যে রাতারাতি তারকা অহান পাণ্ডে। প্রথম ছবিতেই দর্শকের এমন প্রতিক্রিয়ায় আপ্লুত অভিনেতা। এখনও যেন বিশ্বাসই করতে পারছেন না। কিন্তু, ব্যক্তিজীবনে এক বড় ক্ষতি তাঁকে একেবারে ভেঙেচুরে দিয়েছিল। তার পরেই প্রথম সিনেমাতেই সাফল্য! সম্প্রতি এক সাক্ষাৎকারে এই নিয়ে মুখ খুললেন অভিনেতা।

Advertisement

চাঙ্কি পাণ্ডের ভাইপো অহানের জীবনে ‘সইয়ারা’ আসার আগের কিছু বছর কেটেছে অনিশ্চয়তায়। কিছুতেই ঠিকঠাক সুযোগ পাচ্ছিলেন না সিনেমায়। জীবনে যখন এমন টালমাটাল অবস্থা, তখনই ব্যক্তিগত এক ক্ষতির সম্মুখীন হতে হয় অহানকে। এক সাক্ষাৎকারে অভিনেতা বলেন, “যে ভাবে ভাবছিলাম, কোনও কিছুই সে ভাবে হচ্ছিল না। বার বার নিজেকে বোঝাতে হচ্ছিল। সেই সময়েই, আমার খুব কাছের এক জন মারা যান। উনি আমার বড় ভরসা ছিলেন। বাড়ির একমাত্র মানুষ যিনি আমাকে ‘হিরো’ বলে ডাকতেন। ওঁর মৃত্যুর পর আমার আত্মবিশ্বাস ভাঙতে শুরু করে। ওই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার একমাত্র উপায় ছিল, কাজের মধ্যে থাকা। আমি ঠিক তাই-ই করেছি।”

কার মৃত্যুতে এ ভাবে ভেঙে পড়েছিলেন পর্দার কৃষ কপূর? অহান আদতে তাঁর ঠাকুমা, স্নেহলতা পাণ্ডের কথা বলছেন। ২০২১ সালের জুলাইয়ে মৃত্যু হয় তাঁর ঠাকুমার। এর ঠিক তিন বছর পরে, ‘সইয়ারা’ ছবির চুক্তিতে সই করেন অহান। এই ছবির আগে বেশ কিছু ছবিতে সহকারী পরিচালক হিসাবে কাজ করতেন তিনি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement