Ahaan Panday

জ্যান্ত বিছে চিবিয়ে খেলে কেমন লাগে! এ বার সেই স্বাদের হদিশ দিলেন ‘সইয়ারা’ অভিনেতা অহান

এমনিতে ছবিশিকারি দেখলে, প্রায় মুখ ফিরিয়েই চলে যান অভিনেতা। এ বার অহানের একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হল। যেখানে তিনি আস্ত বিছে চিবিয়ে খাচ্ছেন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ অগস্ট ২০২৫ ১৬:৪০
Share:

অহানের নতুন কীর্তি। ছবি: সংগৃহীত।

বলিউডের স্বজনপোষণ নিয়ে যাঁরা মুখর ছিলেন, তাঁদের মুখ বন্ধ করে দিয়েছেন অনন্যা পাণ্ডের খুড়তুতো ভাই। ‘সইয়ারা’ নিয়ে মত্ত দেশের সিনেপ্রেমীরা। নায়ক অহান পাণ্ডের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ বলিউডের নিন্দকেরাও। প্রচারের সব আলো কেড়ে নিয়েছেন অহান। আপাত ভাবে প্রচারহীন এক ছবির ব্যবসা নিয়ে আলোচনা তুঙ্গে।

Advertisement

নবাগত নায়ককে ব্যক্তিগত ভাবে চিনে নিতেও উদ্‌গ্রীব দর্শক। সম্প্রতি বাড়ির বাইরে অহানকে ক্যামেরাবন্দি করেন ছবিশিকারিরা, প্রায় মুখ ফিরিয়ে চলে যান অভিনেতা। এ বার অহানের একটি পুরনো ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে তিনি বিছে খাচ্ছেন।

গত পাঁচ বছর ধরে আদিত্য চোপড়ার ছত্রছায়ায় বড় হয়েছেন অহান। তাঁর যাবতীয় প্রশিক্ষণ হয়েছে আদিত্যের তত্ত্বাবধানে। দীর্ঘ দিনের কঠোর পরিশ্রমে সাফল্যের মুখ দেখেছেন অহান। এমনিতে অনেকেই তাঁকে অহঙ্কারী তকমা দিয়েছেন তাঁকে। এ বার তাঁর ভাইরাল ভিডিয়োয় দেখা গেল জ্যান্ত বিছে চিবিয়ে খাচ্ছেন অহান। সঙ্গে ছিলেন অহানের জামাইবাবু ইভর। তিনিই জিজ্ঞাসা করেছেন জ্যান্ত বিছের স্বাদ কেমন লাগছে? খেতে খেতে সে প্রশ্নের উত্তরেই অহান বলেন, একেবারে পিৎজার মতো নাকি।

Advertisement

এটি অহানের তাইল্যান্ড ভ্রমণের একটি ভিডিয়ো। সেখানে এমন সব প্রাণী জীবিত খাওয়ার চল রয়েছে। খানিকটা চেখে দেখেন অহানও। যদিও তাঁর এই ভিডিয়ো দেখে অসন্তুষ্ট হয়েছেন অনেকেই। কারও মতে, ‘ভারত বদলাচ্ছে’। কেউ বলেছেন, ‘ছিঃ জঘন্য।’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement