ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। ছবি: সংগৃহীত।
১৭ বছরের দাম্পত্যজীবন কাটানোর পরেও প্রতি মুহূর্তে খবরে ঐশ্বর্যা রাই বচ্চন ও অভিষেক বচ্চন। সম্প্রতি নিজের নামের পাশ থেকে ‘বচ্চন’ পদবী সরিয়ে ‘রাই’ পদবিতে ফিরে গিয়েছেন ঐশ্বর্যা। এ ছাড়া, বচ্চনদের অন্দরের সমীকরণ নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে। শোনা যায়, শাশুড়ি ও ননদের সঙ্গে বনিবনা নেই ঐশ্বর্যার। বছর দুয়েক ধরে বিস্তর জল্পনা গোটা বচ্চন পরিবার নিয়ে। যদিও তাঁরা কিন্তু নীরব থেকেছেন। নিজেদের সম্পর্ক নিয়ে কোনও সাফাই দেননি। এ বার অবশ্য অভিষেক জানালেন, স্ত্রী ঐশ্বর্যার উপদেশেই এমনটা করেছেন।
তাঁর ও ঐশ্বর্যার বৈবাহিক জীবন নিয়ে যে কাটাছেঁড়া চলে তাতে নীরবতাকেই কেন ঢাল করেন অভিষেক? সেই প্রসঙ্গে অভিনেতা বলেন,‘‘আমি যতই সবটা পরিষ্কার করি না কেন, কোনও সমাধান হবে না। আমি যা-ই বলব সত্যির বদলে লোক তথ্য বিকৃত করবে। কারণ, নেতিবাচক খবরই বিক্রি হয়। তাই এখন ভাবি, আমার জীবন যাঁরা বাঁচাচ্ছেন না, তাঁদের উত্তর দেওয়ার দায়ও আমার নেই।’’ অভিষেক জানেন, সবাইকে খুশি করার দায় তাঁর নেই। নিজেই এ কথা বিশ্বাস করতে শুরু করেন ঐশ্বর্যা বলার পর থেকে। অভিষেক বলেন, ‘‘আমার স্ত্রী আমাকে বলেছে চারপাশে নেতিবাচক আলোচনা থাকবে। সেগুলো পাত্তা দেওয়ার প্রয়োজন নেই। চারপাশে যা কিছু ভাল সেটা গ্রহণ করতে হবে, এটা ওর থেকেই শেখা।’’ ঐশ্বর্যার শেখানো পথেই এগোচ্ছেন অভিনেতা। তাই বাইরে যে যা-ই বলুক, ভিতরে ভিতরে তাঁদের সম্পর্ক যে পোক্ত রয়েছে সেটাই জানিয়ে দিলেন অভিষেক।