Abhishek Bachchan Aishwarya Rai Bachchan

অশালীন ভিডিয়োয় ঐশ্বর্যা-অভিষেকের মুখ! চোখ এড়াল না তারকাদম্পতির, কত টাকা ক্ষতিপূরণ দাবি করলেন তাঁরা?

তাঁদের মুখ বা কণ্ঠস্বর ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি যে ‘ডিপফেক’ ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমে, তা বন্ধ করতেই এই পদক্ষেপ। তাঁরা নাকি মোটা অঙ্কের ক্ষতিপূরণও চেয়েছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০২ অক্টোবর ২০২৫ ১২:৩৫
Share:

কত টাকা ক্ষতিপূরণ চাইলেন তারকাদম্পতি? ছবি: সংগৃহীত।

কিছু দিন আগেই ব্যক্তি অধিকার রক্ষার আর্জি জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই বচ্চন। এ বার শোন যাচ্ছে, ইউটিউব এবং গুগ্‌লের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন তাঁরা। তাঁদের মুখ বা কণ্ঠস্বর ব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তৈরি যে ‘ডিপফেক’ ভিডিয়ো ঘুরে বেড়াচ্ছে সমাজমাধ্যমে, তা বন্ধ করতেই এই পদক্ষেপ। তাঁরা নাকি মোটা অঙ্কের ক্ষতিপূরণও চেয়েছেন?

Advertisement

সংবাদ সংস্থা সূত্রে খবর, ক্ষতিপূরণ বাবদ ৪ লক্ষ ৫০ হাজার ডলার অর্থাৎ প্রায় ৪ কোটি টাকা দাবি করেছেন তারকাদম্পতি। এই মামলায় শতাধিক লিঙ্ক ও স্ক্রিনশট জমা দেওয়া হয়েছে ইতিমধ্যেই। যেখানে ঐশ্বর্যা ও অভিষেকের দাবি, ইউটিউবে “অশালীন”, “যৌন ইঙ্গিতপূর্ণ” ও “ভুয়ো” বিষয় কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সাহায্য নিয়ে তৈরি করে প্রকাশ করা হয়েছে। সূত্রের খবর, দম্পতির অভিযোগ— ইউটিউবের কনটেন্ট তৈরির নিয়‌ম ও তৃতীয় পক্ষের ‘ট্রেনিং পলিসি’ উদ্বেগজনক। তাঁদের অভিযোগ, ইউটিউবের নিয়ম অনুযায়ী ব্যবহারকারীরা নিজেদের তৈরি ভিডিয়োর মাধ্যমে বিভিন্ন ‘এআই মডেল’কে প্রশিক্ষণ দিতে পারে। এর ফলে অনলাইনে বিভ্রান্তিকর বিষয়ের (কনটেন্ট) প্রসার বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। সূত্রের খবর, গত ৬ সেপ্টেম্বর অভিষেক ও ঐশ্বর্যার পৃথক কিন্তু প্রায় অভিন্ন মামলার নথিতে এই অভিযোগ উত্থাপিত হয়েছে, যদিও নথিগুলি এখনও প্রকাশ্যে আনা হয়নি।

আগামী ১৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। দিল্লি হাই কোর্ট গুগ্‌লের আইনজীবীকে তার আগে এই বিষয়ে লিখিত জবাব জমা দেওয়ার নির্দেশ দিয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement