কন্যার সামনে অনুতাপে ভেঙে পড়লেন মহেশ! ছবি: সংগৃহীত।
কিরণ ভট্টের সঙ্গে দাম্পত্যে থাকাকালীনই সোনি রাজ়দানের প্রেমে পড়েছিলেন মহেশ ভট্ট। সেই স্মৃতিচারণ করে মেয়ে পূজা ভট্টের কাছে অনুতাপে ভেঙে পড়লেন বর্ষীয়ান পরিচালক।
সম্প্রতি পূজা ভট্টের সাক্ষাৎকারমূলক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহেশ। বরাবরই তিনি মন খুলে কথা বলতে ভালবাসেন। এই দিনও আবেগ উজাড় করে দিলেন তিনি। কিরণের সঙ্গে বিয়ের পরে দুই সন্তান, পূজা ও রাহুল ভট্টের বাবা হয়েছিলেন মহেশ। সেই সংসারে থাকতে থাকতেই সোনি রাজ়দানের সঙ্গে প্রেম শুরু তাঁর। এর পরে সোনিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন তিনি। এই সিদ্ধান্ত কিরণ, পূজা ও রাহুলের জীবনের বড় ধাক্কা। কিন্তু সেই সময়ও পূজা পাশে ছিলেন বাবার। সেই কথা আজও মনে রেখেছেন মহেশ।
কন্যার সামনে তাই মহেশের স্বীকারোক্তি, “তোমার মনে আছে, বলেছিলাম, আমি আর তোমাদের সঙ্গে থাকব না। তবে, এর মানে আমি তোমাদের প্রত্যাখ্যান করছি, এমনও নয়। আমার জীবনে এক অন্য মহিলা রয়েছেন। কিন্তু আমি তোমাকেও ভালবাসি। আমি তোমার মা এবং এই বাড়ির খেয়াল রাখব।”
এই কথাগুলি বলতে বলতেই কন্যার সামনে কেঁদে ফেলেন মহেশ ভট্ট। তিনি আরও বলেন, “আমি তোমাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারব না। কারণ তুমিই সেই সময় আমার খেয়াল রেখেছিলে। আমি ভেবেছিলাম, অন্তত তুমি আমাকে খারাপ চোখে দেখছ না।” এর উত্তরে পূজা বলেন, “আমি তোমাকে কখনওই খারাপ চোখে দেখিনি।”
সোনিকে বিয়ের পরেও বাবার সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন পূজা। এমনকি, সোনির সঙ্গেও ভাল সম্পর্ক ছিল তাঁর। বিয়ের বেশ কয়েক বছর পরে নাকি পূজার কাছে ক্ষমা চেয়েছিলেন সোনি ।