চুম্বন দৃশ্য থাকছে

‘‘কী আজেবাজে কথা! আমরা কি পর্ন ফিল্ম বানাচ্ছি নাকি!’’ বলেন অজয়। লুথরিয়ার কথাতেও একই সুর।

Advertisement
শেষ আপডেট: ০৯ অগস্ট ২০১৭ ১১:১০
Share:

‘বাদশাহো’র এক দৃশ্য

সপ্তাহখানেক আগে কথা উঠেছিল, সেন্সরের কাঁচির রোষ থেকে বাঁচতে ‘বাদশাহো’ ছবির কয়েকটা দৃশ্য নাকি নিজেরাই ছেঁটে ফেলেছেন ছবির নির্মাতারা। শোনা গিয়েছিল অজয় দেবগণ আর ইলিয়ানা ডি’ক্রুজের ঘনিষ্ঠ চুম্বন দৃশ্য আর ছবিতে রাখেননি পরিচালক মিলন লুথরিয়া। সে সব গুজব অবশ্য এক বাক্যে উড়িয়ে দিলেন অজয় দেবগণ। ‘‘কী আজেবাজে কথা! আমরা কি পর্ন ফিল্ম বানাচ্ছি নাকি!’’ বলেন অজয়। লুথরিয়ার কথাতেও একই সুর। বলেন, ‘‘আমরা কী ভাবে ছবি এডিট করছি, সেটা তো আমার কোর টিম ছাড়া আর কারও জানার কথা নয়। তা হলে মিডিয়ায় এত কথা বেরোচ্ছে কী করে! সবটাই গুজব। আমরা কোনও সিন কাটছি না।’’

Advertisement

‘বাদশাহো’ নিয়ে অনেক দিন থেকেই জল্পনার শেষ ছিল না। বিশেষ করে এ ছবিটিও যখন জরুরি অবস্থার পটভূমিকায় তৈরি। কিন্তু ‘ইন্দু সরকার’ ছবির সময় তো বেশ ঝামেলায় পড়েছিলেন মধুর ভান্ডারকর। লুথরিয়া স্পষ্ট জানান, ‘‘হ্যাঁ, আগে একই ঘরানার ছবি হয়েছি ঠিকই। কিন্তু আমাদের ছবিতে কোনও রাজনৈতিক দৃষ্টিভঙ্গি নেই। এ ছবি শুধুই অ্যাকশন নির্ভর।’’ অজয় এ ছবিতে শুধু নায়কই নন, প্রযোজকও বটে। সাংবাদিক সম্মেলনে বলেন, ‘‘আমার তো কোনও সমস্যা হয়নি। আমি বুঝিও না সমস্যা কোথায়। কোনও কিছু যুক্তি দিয়ে বোঝালে সমস্যা থাকতেও পারে না।’’ সাংবাদিক মহলে অবশ্য ফিসফাস শুরু হয়েছে যে, সমস্যা তো হবে সেন্সর বোর্ডের কাছে সার্টিফিকেটের জন্য আবেদন করার সময়। ভালয় ভালয় উতরে গেলেই ভাল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement