Ajit Pawar Death

বিমান দুর্ঘটনায় অজিত পওয়ারের মৃত্যু, শোক প্রকাশ করে কী বললেন কঙ্গনা-রীতেশ-স্মৃতি?

অজিত পওয়ারের মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে পারছেন না কঙ্গনা রনৌত। মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রীর মৃত্যুতে কী প্রতিক্রিয়া রীতেশ দেশমুখ, স্মৃতি ইরানিদের?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ জানুয়ারি ২০২৬ ১৩:১৫
Share:

অজিত পওয়ারের মৃত্যুতে প্রতিক্রিয়া তারকামহলের। ছবি: সংগৃহীত।

বুধবার সকালে বারামতীতে বিমান দুর্ঘটনায় মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়ারের মৃত্যু হয়। সকাল পৌনে ৯টা নাগাদ বারামতী বিমানবন্দরে অবতরণের সময় ভেঙে পড়ে অজিতের চার্টার্ড বিমানটি। সঙ্গে সঙ্গে তাতে আগুন ধরে যায়। জেলা পরিষদের নির্বাচনে দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের জন্য মুম্বই থেকে বারামতী যাচ্ছিলেন অজিত। তিনি ছাড়াও বিমানে ছিলেন তাঁর দু’জন নিরাপত্তারক্ষী, একজন পাইলট এবং ফার্স্ট অফিসার। তাঁর মৃত্যুর খবর শুনে বিশ্বাস করতে পারছেন না কঙ্গনা রনৌত। শোকস্তব্ধ স্মৃতি ইরানি, রীতেশ দেশমুখ।

Advertisement

লোকসভার অধিবেশন চলছিল। বিজেপি সাংসদ কঙ্গনা অধিবেশন শেষে বাইরে বেরিয়ে জানান, তিনি এখনও এই খবর বিশ্বাস করতে পারছেন না। কঙ্গনার কথায়, ‘‘ভয়ঙ্কর ঘটনা। এমন কিছু যে ঘটেছে, তা-ই জানতাম না। মনের অবস্থা ভাষায় ব্যক্ত করা যাচ্ছে না। ধাতস্থ হতে সময় লাগবে।’’

মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিলাসরাও দেশমুখের ছেলে অভিনেতা রীতেশ এ দিন অজিত পওয়ারের মৃত্যুতে শোক প্রকাশ করে লেখেন, ‘‘আমি শোকাহত। অজিত দাদাকে হারিয়ে ফেললাম। মহারাষ্ট্রের অন্যতম সেরা নেতা। যাঁরা কর্মবিমুখ ছিলেন, তাঁদের নিজের আশেপাশে রাখতেন না। কখনও কোনও খারাপ কথা বলেননি, রসবোধ ছিল মারাত্মক। রাজ্য জুড়ে ছিল তাঁর জনপ্রিয়তা। তাঁর চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি।’’

Advertisement

একই ভাবে শোক প্রকাশ করেছেন বিজেপির প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী স্মৃতি ইরানি। তিনি জানান, বছরের পর বছর ধরে জনগণের সেবায় যে ভাবে নিয়োজিত ছিলেন অজিত, তা ভোলার নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement